কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর, ২০১৮

576
0
Current Affairs 11 December 2018

আন্তর্জাতিক

  • মায়ানমার সফরে গিয়ে সে দেশের রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট এবং সরকারের উপদেষ্টা আন সান সুকি-র সঙ্গে বৈঠক করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয়দের ‘ভিসা অন অ্যারাইভাল’ পরিষেবার সিদ্ধান্ত জানাল মায়ানমার।
  • ইয়েলো ভেস্ট আন্দোলনের প্রেক্ষিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ। নিম্ন আয়ের শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং প্রবীণ নাগরিকদের আয়কর হ্রাসের প্রতিশ্রুতি দিলেন তিনি।

জাতীয়

  • পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হল। এর মধ্যে তেলেঙ্গনায় ক্ষমতা ধরে রাখল তেলেঙ্গনা রাষ্ট্র সমিতি। ১১৯টি আসনের মধ্যে ৮৮টিতে জয়ী হল তারা। ২৮টি আসন বাড়ল তাদের। ৯০ আসনের ছত্তিসগড়ে ৬৮টি আসন পেল কংগ্রেস। এ রাজ্যে গত ১৫ বছর ক্ষমতায় ছিল বিজেপি। রাজস্থানেও ক্ষমতা হারাচ্ছে বিজেপি। সেখানে ১৯৯ আসনের মধ্যে কংগ্রেস পেল ৯৯টি আসন। মধ্যপ্রদেশেও ২৩০ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ১১৪টি আসনে। মিজোরামের ৪০টি আসনের মধ্যে ২৬টিতে জয়ী হল এমএনএফ। সেখানে কংগ্রেস ক্ষমতা হারাল।
  • ভরতের রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হলেন শক্তিকান্ত দাস। তিনি কেন্দ্রের আর্থিক বিষয়ের প্রাক্তন সচিব। বর্তমানে অর্থ কমিশনের সদস্য তিনি।

বিবিধ

  • প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের আংশিক সময়ের সদস্য অর্থনীতিবিদ সুরজিত ভল্লার গত ১ ডিসেম্বর পদত্যাগ করেছেন। এদিন এ কথা জানালেন তিনি নিজেই।
  • মার্কিন কংগ্রেসের আইন কমিটির সমনে হাজির হলেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে।
  • পালিত হল সুন্দরবন দিবস। এ রাজ্যে দুই ২৪ পরগনার ৪২০০ বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে সুন্দরবন।

 খেলা

  • বিশ্বকাপ হকির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেটিনা-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া–ফ্রান্স, জার্মানি–বেলজিয়াম এবং ভারত-নেদারল্যান্ডস। পাকিস্তান ছিটকে গেল প্রতিযোগিতা থেকে।
  • আই লিগে রিয়াল কাশ্মীর ৬-১ গোলে হারাল শিলং লাজং এফসিকে।
  • আই সিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে তালিকার শীর্ষে থাকলেন বিরাট কোহলি । চতুর্থ ক্রমে উঠে এলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় স্থানে উঠে এলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।