কারেন্ট অ্যাফেয়ার্স ১১ নভেম্বর ২০১৯

673
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনের সংসদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন সাংসদ কিথ ভাজ। ব্রিটেনে লেবার পার্টির প্রথম ভারতীয় বংশোদ্ভূত সাংসদ তিনি। পূর্ব লেস্টার থেকে তিনি ৮ বার সাধারণ নির্বাচনে জয়লাভ করেছেন।
  • হংকংয়ে চিনবিরোধী বিক্ষোভ আরও তীব্র হল। বিক্ষোভকারীদের একজনকে পুলিশ গুলি করায় আরও গতি পেল আন্দোলন। এদিন চিনপন্থী একজনও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন।
  • ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন মহম্মদ ইমরান। বর্তমানে তিনি আরব আমিরশাহিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

 

জাতীয়

  • ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে পশ্চিমবঙ্গে ২ লক্ষ ১৫ হাজার হেক্টর জমির ধান, ৮৫০০ হেক্টর জমির সবজি ধ্বংস হয়েছে। ক্ষতি হয়েছে ২ লক্ষাধিক ঘরবাড়ি। ৬ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপডে পড়েছে। সরকারি সূত্র এই তথ্য জানাল।
  • কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন অরবিন্দ সাওয়ন্ত। তিনি ছিলেন কেন্দ্রীয় ভারীশিল্পমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি ছিলেন শিবসেনার একমাত্র সদস্য। তাঁর ইস্তফার ফলে বিজেপি-শিবসেনার ২৫ বছরের সম্পর্ক ভাঙনের মুখে পড়ল বলে অনুমান করা হচ্ছে।

 

বিবিধ

  • গত সেপ্টেম্বরে দেশের শিল্প উৎপাদন বৃদ্ধির হার ছিল ঋণাত্মক। ওই সময়ে গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় তা সরাসরি ৪.৩ শতাংশ কমে গেছে। এই হার গত গত ৮ বছরে সব থেকে কম। দেশে বিদ্যুতের চাহিদা গত অক্টোবর মাসে সরাসরি ১৩.২ শতাংশ হ্রাস পেয়েছে। এই পতন গত ১২ বছরের মধ্যে সব থেকে বেশি। এই নিয়ে টানা ৩ মাস বিদ্যুতের চাহিদা হ্রাস পেল। কেন্দ্রীয় সরকার এই তথ্য প্রকাশ করল।

 

খেলা

  • বেটন কাপের সেমিফাইনালে সেন্ট্রাল সেক্রেটারিয়েটকে ২-০ গোলে হারাল ইন্ডিয়ান অয়েল। অপর সেমিফাইনালে নৌসেনা দলকে ৩-১ গোলে পরাস্ত করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
  • সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় মেঘালয়ের বিরুদ্ধে ৫৫ রানে জয়ী হল বাংলা।
  • দুবাইয়ে বিশ্ব প্যারাঅ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ছোড়ায় ৬১.২২ মিটার দূরে ছুড়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের সুন্দর সিং গুর্জর।
  • দোহায় এশীয় শ্যুটিং প্রতিযোগিতায় রুপোর পদক জিতলেন ভারতের সৌরভ চৌধুরী।