কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ফেব্রুয়ারি, ২০১৯

791
0
Current Affairs 11 Feb 2019

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডের রাজকন্যা উবোলরত্নার নির্বাচনে লড়ার প্রস্তাব খারিজ করে দিল সে দেশের নির্বাচন কমিশন। রাজা বানিরালঙ্গকর্ণ মুখ খোলার পর কমিশনও একই কথা বলবে বলে মনে করা হচ্ছিল। রাজপরিবারের সদস্যের নির্বাচনে লড়া ‘যথাযথ নয়’ এবং ‘ঐক্যের পরিপন্থী’ বলে মন্তব্য করা হয়েছে।
  • পাকিস্তানের বেসরকারি স্কুলগুলিতে বিপুল ফি বৃদ্ধির প্রতিবাদে কড়া মন্তব্য করল পাক সুপ্রিম কোর্ট। তারা কড়া ভাষায় জানাল, সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ফি বাড়ানো যাবে।
  • তেহেমটন হোমি ধুঞ্জিবয় মেহতার গাড়ি চালানোর লাইসেন্স (১৭) পুনর্নবীকরণ করল সংযুক্ত আরব আমিরশাহি। ১৭ বছরের ব্যক্তির ক্ষেত্রে এটি একটি অনন্য নজির।

জাতীয়

  • রাজস্থানে গুজ্জরদের রেল অবরোধ চতুর্থ দিনে পড়ল। ১১ নং জাতীয় সড়কও অবরোধ করা হয়। চোলপুর ও বারাউলি, জেলায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন।
  • তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি ডেকে পাঠাল টুইটারের সিইও জ্যাক ডর্মিকে।

বিবিধ

  • ২০১৮ সালে ব্রিটেনে বৃদ্ধির হার হল ১.৪ শতাংশ যা গত ৬ বছরে সর্বনিম্ন।
  • ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩৬৯টি বিশেষ আর্থিক অঞ্চল (সেজ)-এর জন্য বরাদ্দ করা ২৩৭৭৯.২০ হেক্টর জমি খালি পড়ে ছিল বলে জনালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।
  • একসঙ্গে তিনটি গ্র্যামি পুরস্কার জিতলেন লেডি গাগা। সেরা পপ অ্যালবামের পুরস্কার জিতল আরিয়ানার সুইটনার। অডিওবুক ‘ফেথ আ জার্নি ফর অল’-এর জন্য পুরস্কার পেলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার (৯৪)।

খেলা

  • আই লিগে নেরোকা এফসি ম্যাচের প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে থাকার পরও চেন্নাই সিটির সঙ্গে ম্যাচ ড্র করল (৩-৩)।
  • আইসিসি টি২০ র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল কুলদীপ যাদবের নাম। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
  • গোল্ড কাপ ফুটবলে ভারতের মহিলা দল ১-২ গোলে হেরে গেল নেপালের কাছে।