কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মে ২০১৮

883
0

জাতীয়

  • অসমকে ‘অ্যাডপ্ট এ হেরিটেজ’ প্রকল্পের বাইরে রাখা হচ্ছে বলে জানাল কেন্দ্র।
  • প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি সহ পরিবারের ৩ সদস্যের বিরুদ্ধে ৪টি চার্জশিট পেশ করল আয়কর দপ্তর।

আন্তর্জাতিক

  • নেপালের জনকপুর থেকে ২ দিনের নেপাল সফর শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর তৃতীয় নেপাল সফর। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার সঙ্গে তিনি যৌথভাবে জনকপুর-অযোধ্যা সরাসরি বাস পরিষেবার সূচনা করলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জানকী মন্দিরে গেলেন তিনি। সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ১০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন মোদী।
  • মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইরানের সঙ্গে করা চুক্তি থেকে বেরিয়ে এলেও রাশিয়া এবং জার্মানি তা করবে না। দুই রাষ্ট্রই এদিন তাদের অবস্থান স্পষ্ট করে জানাল।
  • মায়ানমারের স্টেট কা€উন্সিলর আং সাং সু কি-র সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মায়ানমারের রাষ্ট্রপতি এইচ ই দাওয়ের সঙ্গেও বৈঠক হল তাঁর। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন নিয়ে কথা হয়েছে বলে জানা গেল।

খেলা

  • ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোশিয়েশন (বাই)-এর টাইটেল স্পনসর হিসাবে চুক্তিবদ্ধ হল আয়োনেক্স সানরাইজ। এটি ক্রীড়া সামগ্রী প্রস্তুতের জাপানি সংস্থা।
  • রাফায়েল নাদাল মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৪ সেটে হারালেন দিয়েগো শোয়ার্জম্যানকে। এটি ক্লে কোর্টে নাদালের একটানা ৫০তম সেট জয়। ১৯৮৪ সালে ক্লে কোর্টে জন ম্যাকেনরোর টানা ৪৯টি সেট জয়ের রেকর্ড ভেঙে দিলেন নাদাল।
  • অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে গেলেন ভারতের বিসাই প্রণীত এবং সমীর ভার্মা।

বিবিধ

  • গত মার্চ মাসে দেশে শিল্পবৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ যা ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই সময়ে মূলধনী পণ্যের উৎপাদন বৃদ্ধির হার যেখানে ছিল ৯.৪ শতাংশ, এবছর মার্চ মাসে তা সরাসরি ১.৮ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।
  • ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে দেশের ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মোট ক্ষতির পরিমাণ ১১৭২৯ কোটি টাকা ছিল। এদিন ব্যাঙ্কগুলি প্রকাশিত বার্ষিক ফলাফলে এই তথ্য জানা গেল।