কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মার্চ, ২০১৯

schedule
2019-03-14 | 05:49h
update
2019-03-14 | 05:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে রিপোর্ট পেশ করলেন ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের গবেষক ইয়োনো বারাকোভা। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের রক্ষা করতে পরমাণু অস্ত্র ব্যবহারেও পিছপা নয় পাকিস্তান।
  • ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে কিং জং নাম-কে হত্যার ঘটনায় অভিযুক্ত ইন্দোনেশিয়ার তরুণী সিতি আইসাকে মুক্তি দিল মালয়েশিয়ার আদালত।  উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সতভাই ছিলেন কিম জং নাম।
Advertisement

জাতীয়

  • দেশীয় প্রযুক্তিতে তৈরি গাইডেড রকেট সিস্টেম “পিনাক”-এর পরীক্ষা করা হল পোখরানে। রকেটটি লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পেরেছে বলে জানাল প্রতিরক্ষা মন্ত্রক।
  • ২০১৯ সালে ১০.৩৫ লক্ষ ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে। ব্যবহৃত হবে ৩৯.৬ লক্ষ বৈদ্যুতিন ভোট কেন্দ্র। এদিন এই তথ্য জানাল নির্বাচন কমিশন।
  • ওয়াশিংটনে গিয়ে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়া-র সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিজয় কেশব গোখলে।

 খেলা

  • মেয়েদের অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা। অঙ্কিতা চক্রবর্তীর নেতৃত্বে বাংলা এদিন ভি জে ডি পদ্ধতিতে হারাল দিল্লিকে। বাংলার মেয়েরো জাতীয় সিনিয়র ওয়ান ডে প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিল।
  • রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের খেলোয়াড়রা ফৌজি টুপি পরেছিলেন। এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে আইসিসির কাছে জানাল পাক ক্রিকেট বোর্ড। জবাবে আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফার্লং বলেছেন, ‘ভারতীয় বোর্ড তাদের দেশের শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ ধরনের টুপি পরার অনুমতি চেয়েছিল। আমরা তাদের সেই অনুমতি দিয়েওছিলাম’।

বিবিধ

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যৌথভাবে ৪টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সহায়তায় এই প্রকল্পগুলি বাংলা দেশে রূপায়িত হবে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 07:13:27
Privacy-Data & cookie usage: