কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মে , ২০১৯

745
0
Current Affairs 11 May 2019

আন্তর্জাতিক

  • ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৭০ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে অন্তত ৫১ জন বাংলাদেশের নাগরিক। ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। লিবিয়ার কুয়ারা থেকে লুকিয়ে ইউরোপে ঢুকতে গিয়ে টিউনিশিয়া উপকূলের কাছে নেকৈাডুবি হয়। চলতি বছরে এই ভাবে ৪৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানাল রাষ্ট্রসঙ্ঘ।
  • পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদর এলাকায় ৫ তারা হোটেল পার্ক কন্টিনেন্টালে আত্মঘাতী হামলা চালাল ৩ জঙ্গি। ঘটনায় জঙ্গিরা ছাড়া ১ নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়ছে বলে দাবি করল পাক সেনা।
  • উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরেধী প্যাট্রিয়ট মোতায়েন করর সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে সেখানে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে তারা। আরলিংটন নামে আর একটি যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত জানাল তারা।

জাতীয়

  • মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বোয়িং ভারতীয় বায়ুসেনার প্রতিনিধি এয়ার মার্শাল বি এস বুলোটার হাতে প্রথম আপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার তুলে দিল। বোয়িং কর্তৃপক্ষের থেকে ভারত ২২টি আপাচে হেলিকপ্টার কিনবে, এটি তার মধ্যে প্রথম।
  • অসমের ডিটেনশন শিবিরগুলিতে বন্দি চিহ্নিত বিদেশিদের শর্তসাপেক্ষে জামিন দেওয়ার প্রস্তাব মেনে নিল সুপ্রিম কোর্ট।

বিবিধ

  • আইটিসি-র নন এগজিকিউটিভ চেয়ারম্যান ওয়ই সি দেবেশ্বর (৭২) প্রয়াত হলেন। তিনি আইআইটি দিল্লি হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তনী। তাঁর আমলেই সিগারেট ব্যবসা থেকে ভোগ্যপণ্য সংস্থা হয়ে ওঠে আইটিসি।

খেলা

  • মহিলাদের টি টোয়েন্টি ট্রফি চ্যাম্পিয়ন হল সুপারনোভা। রানার্স হল ভেলোসিটি। এদিন ফাইনালে হরমনপ্রীত কৌর-এর নেতৃত্বাধীন দল ৪ উইকেটে হারাল মিতালি রাজের দলকে। ম্যাচের সেরা হলেন হরমনপ্রীত। এই প্রতিযোগিতাকে বলা হচ্ছে মেয়েদের আইপিএল।
  • ইয়োকোহামায় বিশ্ব রিলে মিটে ভারতের পুরুষ ও মহিলাদের দল উভয়েই ১৭তম স্থান পেল। মিক্সড দল থেকে গেল ১৫তম স্থানে। এর ফলে ৪x৪০০ মিটার রিলের কোনো বিভাগেই দোহা বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না ভারত।
  • দিয়েগো মারাদোনা পরের মরসুমেও মেক্সিকোর দোরাদোস ক্লাবের কোচিং করাবেন বলে জানা গেল।