কারেন্ট অ্যাফেয়ার্স ১১ সেপ্টেম্বর ২০১৮

672
0
Current Affairs 11 September 2018

জাতীয়

  • রাজ্যসভা ও বিধান পরিষদের নির্বাচনে নোটা বাতিলের সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন। বিধায়কদের প্রতিনিধিসংখ্যা নষ্ট হওয়ার সুযোগ না দিতে, বিধায়ক কেনাবেচার রাস্তা আটকাতে এই উদ্যোগের দাবি জানিয়েছিলেন গুজরাটের কংগ্রেস নেতা শৈলেশ মনুভাই পারমার।
  • তেলেঙ্গানার কোদাগাট্টু ঘাটে একটি তীর্থযাত্রী বোঝাই বাস খাদে পড়ায় মৃত্যু হল ৫৭ জনের।
  • উদ্ধার হল নিজামের সোনার রত্নখচিত পাত্র, পেয়ালা, হায়দরাবাদের নিজামের সংগ্রহশালা থেকে ২ সেপ্টেম্বর তা চুরি করেছিল ২ ছিঁচকে চোর মহম্মদ ঘাউস পাশা ও মহম্মদ মুবিন। হায়দরাবাদ পুলিশ তাদের বমাল গ্রেপ্তার করল।

আন্তর্জাতিক

  • সেপ্টেম্বর মাসের ১৭ থেকে ২৮ তারিখে ‘সাগরমাথা ফ্রেন্ডশিপ’ নামক সামরিক মহড়ায় চিনের সঙ্গে অংশ নেবে নেপাল। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গোকুল ভাণ্ডারী এ কথা জানালেন। এর আগে পুণেতে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়া থেকে সরে এসেছে নেপাল।
  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম বেগম প্রয়াত হলেন।
  • সন্ত্রাস দমনে নিজেদের দায়িত্ব পাকিস্তানকে পালন করতেই হবে। এই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।

খেলা

  • ওভাল টেস্টে ১১৮ রানে জয়ী হল ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে তারা ভারতকে ৪-১ ব্যবধানে পরাস্ত করল। এদিন ভারতের দ্বিতীয় ইনিংস ৩৪৫ রানে শেষ হল। শতরান করলেন ভারতের লোকেশ রাহুল (১৪৯) এবং ঋষভ পন্থ (১১৪)। প্রথম ভারতীয় উইকেট রক্ষক হিসাবে ইংল্যান্ডের মাটিতে শতরান করলেন তিনি। এদিন মহম্মদ সামিকে (০) আউট করার পরেই রেকর্ড করলেন জেমস অ্যান্ডারসন। ১৪৩ টেস্টে ৫৬৪টি উইকেট নিয়ে পেসার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারির নজির গড়লেন তিনি। ভেঙে গেল গ্লেন ম্যাকগ্রার রেকর্ড (৫৬৩)।
  • বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতল ভারতের জুনিয়র স্কিট টিম। ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন গুরনিহাল সিং গারচা।
  • মেয়েদের আইসিসি চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারাল ভারত।

বিবিধ

  • ফের ধস নামল শেয়ারবাজারে। শেয়ারসূচক (সেনসেক্স) গতদিনের ৪৬৭ পয়েন্টের পর এদিনও হ্রাস পেল ৫০৯ পয়েন্ট। এদিন নিফটি কমল ১৫০ পয়েন্ট। দুদিনে বাজার থেকে হারিয়ে গেল ৪ লক্ষ কোটি টাকার শেয়ার মূল্য।
  • স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি হল। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্মসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি।
  • পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে ১ টাকা করে রাজস্ব কমানোর সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিজ্ঞানী সি এন আর রাওকে সাম্মানিক ডিএসসি এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়া হল। বিশ্ববিদ্যালয়ের চত্বরের পরিবর্তে তা অনুষ্ঠিত হল নন্দন ৩ প্রেক্ষাগৃহে।