কারেন্ট অ্যাফেয়ার্স ১২ অক্টোবর, ২০১৮

schedule
2018-10-13 | 13:48h
update
2018-10-13 | 13:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের সদস্য দেশ হিসেবে নির্বাচিত হল ভারত। পরিষদের ১৮ সদস্য বেছে নেওয়ার জন্য ভোট নেওয়া হয়। এশিয়া-প্রশান্ত মাহাসাগরীয় অঞ্চল থেকে ১৮৮টি ভোট পেয়ে ভারত নির্বাচিত হয়। ২০১৯ সালের শুরু থেকে ৩ বছরের জন্য ভারত নির্বাচিত হল।
  • জাকির নায়েকের মুম্বইয়ের চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল বিশেষ এনআইএ আদালত।
  • ফোজদারি মামলায় অভিযুক্তরা লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে সেই মামলার বিষয়ে সেখানকার সর্বাধিক প্রচারিত সংবাদপত্র ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে জানাতে হবে। প্রার্থীর পক্ষ থেকেও, দলের পক্ষ থেকেও, ১২ পয়েন্ট বোল্ড টাইপে লিখে এমন ভাবে বিজ্ঞপ্তি দিতে হবে যাতে তা সবার চোখে পড়ে। এই নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।

আন্তর্জাতিক

  • সাহিত্যের বিকল্প নোবেল পুরস্কার ‘নিউ অ্যাকাডেমি প্রাইজ’ জিতলেন ফ্রান্সের সমুদ্রাঞ্চলভুক্ত গুয়াদ্যোলুপ দ্বীপপুঞ্জের ৮১ বছরের মহিলা সাহিত্যিক মারিস কোঁদে। প্রসঙ্গত, এ বছর যৌন কেলেঙ্কারির ঘটনার কারণে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে না, সেই ঘাটতি মেটাতেই এই ব্যবস্থা।
  • দীর্ঘতম বাণিজ্যিক উড়ানের নজির গড়ল সিঙ্গাপুর এয়ারলাইন্স। এদিন চাঙ্গি থেকে সংস্থার একটি এ ৩৫০ এয়ারবাস ১৭ ঘণ্টা ৫২ মিনিটে ১৬৫৬৪ কিমি পথ বিরতিহীনভাবে একটানা উড়ে নিউইয়র্ক পৌঁছল। ১৫০ জন যাত্রী ও ১৭ জন কর্মী ছিলেন এই দীর্ঘতম রেকর্ড সৃষ্টিকারী বিমানযাত্রায়।
  • হ্যাকাররা ফেসবুকের ২ কোটি ৯০ লক্ষ গ্রাহকের তথ্য চুরি করেছে বলে জানালেন ফেসবুক কর্তৃপক্ষ।
  • ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেলে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।
Advertisement

বিবিধ

  • গঙ্গাদূষণের নিরাময় চেয়ে আমরণ অনশন চালিয়ে মৃত্যুই বরণ করলেন জিডি আগরওয়াল। বয়স হয়েছিল ছিয়াশি বছর। সন্ন্যাস গ্রহণ করে নাম হয় স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। চার মাস আগে ২২ জুন গঙ্গা দূষণের নিরাময় বা পবিত্রতা চেয়ে নিজের দাবিতে অনড় ছিলেন তিনি। অতীব কৃতী ছাত্র ছিলেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (বার্কলে) থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিারিংয়ে ডক্টরেট করেন। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রথম সচিব নিযুক্ত হয়েছিলেন। উল্লেখ্য, তাঁর পূর্বে স্বামী নিগমানন্দ সরস্বতীও গঙ্গার পবিত্রতা চেয়ে ২০১১ সালে ১১৪ দিনের অনশনের পর মৃত্যুবরণ করেছিলেন।
  • গত সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৭৭ শতাংশ। অন্যদিকে গত আগস্ট মাসে দেশে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।
  • রেকর্ড পতনের ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত চিত্র দেখা গেল শেয়ার বাজারে। এদিন সেনসেক্স ৭৩২.৪৩ পয়েন্ট বৃদ্ধি পেল। এক দিনে বৃদ্ধি গত ১৯ মাসে সর্বোচ্চ। নিফটি বাড়ল ২৩৭.৮৫ পয়েন্ট।
  • পর-পর ৩ দিন বাড়ল টাকার দাম। এদিন টাকার দাম হল ৭৩.৫৭ টাকা প্রতি ডলার।
  • হিন্দুস্তানি মার্গ সংগীতের বিশিষ্ট শিল্পী অন্নপূর্ণ দেবী প্রয়াত হলেন। মার্গ সংগীতের এই শিল্পী প্রবাদপ্রতিম সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর কন্যা। পণ্ডিত রবিশংকরের সহধর্মিণী ছিলেন, যদিও বিচ্ছেদ হয়ে যায়। বয়স হয়েছিল ৯১বছর। মূলত সুরবাহার বাজাতেন। অসামান্য প্রতিভার জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 05:55:35
Privacy-Data & cookie usage: