কারেন্ট অ্যাফেয়ার্স ১২ এপ্রিল, ২০১৯

schedule
2019-04-16 | 10:51h
update
2019-04-16 | 10:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পোপ প্রথম ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি সালভা কির এবং তাঁর প্রতিদ্বন্দ্বী, বিরোধী নেতা তথা প্রাক্তন বিদ্রোহী নেতা রিয়েক মাচার।
  • ২০১১-২০১৩ সালে গৃহযুদ্ধে ৪ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল সদ্য গঠিত দেশটিতে। এদিন ৮২ বছরের পোপ সুদানের নেতাদের জুতোয় চুম্বন করে তাঁদের মিলেমিশে থাকার আবেদন জানালেন পোপ।
  • চাঁদের মাটিতে অবতরণ করতে গিয়ে ইজরায়েলের চন্দ্রযান ‘বেরেশিট’ ভেঙে পড়ল। একমাত্র সাবেক সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন সফলভাবে চাঁদে যান পাঠাতে সক্ষম হয়েছে। ভারতের চন্দ্রযান-১-ও প্রথম প্রয়াসে ব্যর্থ হয়েছিল।
Advertisement

জাতীয়

  • কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি অনিরুদ্ধ বসুকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করার জন্য সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
  • রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’ দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১৬৯৮ সালে প্রথম এই পুরস্কার চালু করেছিলেন জার পিটার দি গ্রেট। এর আগে চিনের রাষ্ট্রপতি জি শিনপিং, কাজাখস্তানের রাষ্ট্রপতি নুরসুলতান নাজাররায়েভ ও আজারবাইজানের রাষ্ট্রপতি গেদার আলিয়েভ এই সম্মান পেয়েছেন।

বিবিধ

  • ২০১৯ সালের `ওয়ার্ল্ড প্রেস ফটো’ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল চিত্রসাংবাদিক জন মুরের তোলা ছবি। হন্ডুরাসের শরণার্থী সান্ড্রা সানচেজকে মার্কিন সীমান্ত পুলিশের তল্লাশি ও তার শিশু সন্তানের কান্নার দৃশ্য তু্লে ধরেছে ছবিটি।
  • গত ফেব্রুয়ারি মাসে দেশে শিল্পবৃদ্ধির হার ০.১ শতাংশ ছিল বলে জানানো হল। এই হার গত ২০ মাসে সর্বাধিক।

খেলা

  • অনূর্ধ্ব ২৩ মেয়েদের জাতীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলা। এদিন তারা দিল্লিকে ৫৭ রানে হারাল সেমি ফাইনালে।
  • এমসিসি-র সাম্মানিক আজীবনের সদস্যপদ দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট রক্ষক মার্ক রাউচারকে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 18:17:08
Privacy-Data & cookie usage: