কারেন্ট অ্যাফেয়ার্স ১২ এপ্রিল ২০১৮

schedule
2018-04-13 | 13:43h
update
2018-04-13 | 13:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের সাহায্যে ‘আই আর এন এস ১ আই’ কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ সফল হল। এটি নির্বিঘ্নে নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হয়েছে। জিপিএস ব্যবস্থায় সাহায্য করবে এটি।
  • বিক্ষোভের জেরে লাগাতার সংসদের কাজ বন্ধ থাকার প্রতিবাদে অনশন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ছিল একদিনের প্রতীকি অনশন।

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের গজনি প্রদেশে পুলিশের সদর দপ্তরে ঢুকে গুলি চালাল তালিবান সন্ত্রাসবাদীদের একটি দল। গুলি লড়াইয়ে অন্তত ১৫ জনের মৃ্ত্যু হল।
  • বাংলাদেশে সরকারি চাকরিতে সব ধরনের সংরক্ষণ তুলে দেওয়ার সিদ্ধান্ত জানালেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষণের হার কমানোর জন্য ছাত্রছাত্রীরা ঢাকায় আন্দোলন নেমেছিল। এতদিন মুক্তিযোদ্ধাদের পরিবার, জনজাতি, প্রতিবন্ধী, নারী ও জেলার কোটা ছিল যথাক্রমে ৩০, ৫, ১, ১০ এবং ১০ শতাংশ।
  • ‘গণহত্যা দিবস’ পালন করল ইজরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর হাতে খুন হওয়া ৬০ লক্ষ ইহুদির স্মৃতিতে সম্মান জানিয়ে দিনটি পালন করা হয়।
Advertisement

খেলা

  • ব্যাডমিন্টনে পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষক্রম পেলেন কিদাম্বি শ্রীকান্ত। এই প্রথম কোন ভারতীয় পুরুষ খেলোয়াড় এই সম্মান পেলেন। ২০১৫ সালে সাইনা নেহাওয়াল মহিলাদের মধ্যে শীর্ষক্রমে পেয়েছিলেন।
  • গোল্ড কোস্টে একুশতম কমনওয়েলথ গেমসের অষ্ঠম দিনে ভারত জোড়া স্বর্ণপদক পেল। পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতলেন সুশীল কুমার। এই নিয়ে পরপর ৩টি কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতলেন। ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতলেন রাহুল আওয়ারে। মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রুপো জিতলেন ববিতা ফোগাট। মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে কিরণ জিতলেন ব্রোঞ্জ। অ্যাথলেটিক্সে মহিলাদের ডিসকাস থ্রোতে সীমা পুনিয়া রুপো এবং নভজিৎ কাউর ধিলন ব্রোঞ্জ জিতলেন। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন শ্যুটিংয়ে রুপো জিতলেন তেজস্বিনী সাওয়ন্ত। ভারতের পদক সংখ্যা হল ৩১।
  • জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। দুদফার লড়াইয়ে তারা ৪-৩ গোলে জিতল। এই নিয়ে তারা টানা ৮ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষচারে পৌঁছল। সেভিয়াকে হারিয়ে শেষ চারে পৌঁছল বায়ার্ন মিউনিখও।

বিবিধ

  • মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং-এর সঙ্গে চুক্তিবদ্ধ হল মহীন্দ্রা ডিফেন্স এবং রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স। সুপার হর্নেট এফ এ ১৮ যুদ্ধবিমান ভারতেই তৈরির লক্ষ্যে হাত মেলাল এই তিন সংস্থা।
  • গত মার্চ মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ছিল ৪.২৮ শতাংশ যা গত ৫ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এদিন এই তথ্য জানাল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 11:54:20
Privacy-Data & cookie usage: