কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জানুয়ারী, ২০১৯

schedule
2019-01-15 | 10:25h
update
2019-01-15 | 10:25h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন প্রশাসনের শাটডাউন সবথেকে বেশি দিন স্থায়িত্বের নতুন নজির গড়ল। এই অচলাবস্থা চলছে ২২ দিন ধরে। ডেমোক্র্যাট রিপাবলিকানদের মতভেদে বরাদ্দ পাশ না হওয়ায় এই সমস্যা। বেতনহীন দিন কাটাচ্ছেন ৮ লক্ষ সরকারি কর্মী। শেষবার ১৯৯৫-৯৬ সালে ২১ দিন শাটডাউন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে।
  • তুলসী গাবার্ড ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত। মার্কিন আইনসভার কনিষ্ঠ সদস্য হয়েছিলেন তিনি।
  • অল্পমেয়াদের কারাদণ্ড অপরাধমূলক কাজকর্মকেই ত্বরান্বিত করে। তাই ব্রিটিশ সরকার ৬ মাস বা তার কম মেয়াদের কারাদণ্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।
Advertisement

জাতীয়

  • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ বর্তমানে তেলেঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বলে জানানো হল।
  • উচ্চবর্ণের আর্থিক দুর্বল শ্রেণির জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করলেন হর্ষবর্ধন শ্রিংলা।

বিবিধ

  • দেশের মধ্যে সবথেকে বেশি যাত্রী বিনামূল্যে যে রেল স্টেশনের ওয়াইফাই ব্যবহার করেন তার নাম হাওড়া (প্রতি মাসে ৫৬ লক্ষ জন)। এর পরে রয়েছে শিয়াললদহ স্টেশন। রেল সূত্র এই তথ্য জানাল।
  • নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপাকে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল সম্মান প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

খেলা

  • সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত ৩৪ রানে হারল। তিন ফর্ম্যাট মিলিয়ে এদিন সিডনিতে আয়েজিত হল ১০০০তম ক্রিকেট ম্যাচ। ১৮৭৭ সালে প্রথম ম্যাচ ছিল টেস্ট। সেখানে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন শতরান করলেন রোহিত শর্মা (১৩৩)। ১৯৪টি ম্যাচ খেলে এটি তাঁর ২২তম শতরান। তিনি স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বাইরের ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ শতরানকারী (৪) হলেন তিনি। এদিন অর্ধশতরান (৫১) করলেন এম এস ধোনি। সেই সঙ্গেই পঞ্চম ভারতীয় হিসাবে (শচীন, সৌরভ, দ্রাবিড়, কোহলির পর) একদিনের ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ হল তাঁর।
  • আই লিগে মোহনবাগান ১-০ গোলে হারাল নেরোকা এফসিকে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 01:55:16
Privacy-Data & cookie usage: