আন্তর্জাতিক
- পাকিস্তানে গত ১০ বছরে ৬ লক্ষ কোটি থেকে ঋণ বেড়ে হয়েছে ৩০ লক্ষ কোটি টাকা। যাদের দুর্নীতিতে এই পরিস্থিতি তাদের খুঁজে বের করা হবে বলে জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তদন্ত কমিশন গঠনের কথাও জানালেন তিনি।
- প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে বিক্ষোভে শামিল হলেন লক্ষাধিক মানুষ। ওই বিল আসলে চিনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করলেন তাঁরা।
- কার্বন নির্গমণ রুখতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইন সংশোধনের বিল পেশ হল ব্রিটেনের সংসদে। এই প্রথম জি৭ গোষ্ঠীর কোনো দেশ এই উদ্যোগ নিল।
খেলা
- বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ৪১ রানে পরাস্ত করল পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে ৩০৭ তুলেছিল অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ হলেন ডেভিড ওয়ার্নার। ১১১ বলে তাঁর সংগ্রহ ১০৭ রান। একদিনের ক্রিকেটে এটি তাঁর ২৫তম শতরান।
- তিরন্দাজির বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত ৫-৩ ব্যবধানে কানাডাকে হারিয়ে সেমিফাইনালে উঠল। এর সঙ্গে-সঙ্গেই দলগত বিভাগে টোকিও অলিম্পিকে যোগদানের সুযোগ পেল ভারতের পুরুষদের তিরন্দাজ দল।
- এফআইএইচ সিরিজ ফাইনাল হকিতে ভারত ৬-২ গোলে পোল্যান্ডকে হারাল।
বিবিধ
- গত ১১ বছরে দেশের ব্যাঙ্কগুলিতে ৫০ হাজারেরও বেশি আর্থিক প্রতারণার ঘটনায় ২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। ২০০৮-০৯ অর্থবর্ষে ৪৩৭২টি ঘটনায় ১৮৬০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ২০১৮-১৯ সালে ৬৮০১টি ঘটনায় ক্ষতির অঙ্ক ছিল ৭১৫৪২ কোটি টাকা। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত রিপোর্ট থেকে এ কথা জানা গেল। সবথেকে বেশি ৬৭৯৩টি ঘটনা ঘটেছে আইসিআইসিআই ব্যাঙ্কে। টাকার অঙ্কে সব থেকে বেশি (২৮০০০ কোটি) ক্ষতিগ্রস্ত পিএনবি।
- লর্ড স্বরাজ পল জুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের ফেলোশিপ পেলেন।
- নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দিল লন্ডন হাইকোর্ট।
জাতীয়
- জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় সিআরপিএফ–এর ৫ জওয়ান শহিদ হয়েছেন। জঙ্গি সংগঠন আল উমর মুজাহিদিন এই হামলার দায় স্বীকার করেছে।
- ১৫ জুলাই চন্দ্রযান ২ উৎক্ষেপণের কর্মসূচি জানাল ইসরো। ৩.৮ টন ওজনের চন্দ্রযানে থাকবে অরবিটার, ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান)। জিএসএলভি এমকে থ্রি বাহুবলী রকেটে এগুলি যাবে। নাসার একটি যন্ত্র লেসারও চাঁদে পৌঁছে দেবে ইসরো।
- উত্তরপ্রদেশে মালগাগাড়ি বেলাইন হওয়ার সংবাদ সংগ্রহে গিয়ে রেল পুলিশের হাতে প্রহৃত হলেন একজন সাংবাদিক। এই ঘটনায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল।