কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুলাই ২০২০

893
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৬৬৫২৮ জন৷ মোট আক্রান্তের সংখ্যা ৩৩৫৫৬৪৬৷ পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ২৪৮৮৭২ জন৷ গোটা বিশ্বে ১২৯৭৮৪৫৪ জন আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৫৬৯৯০১ জনের৷ সুস্থ হয়ে উঠেছেন ৭৫৫৯১৮১ জন৷
  • বাণিজ্য, চাকরি, শিক্ষা বা অন্য যে কোনও কারণে চিনে বসবাস করা উদ্বেগজনক বলে নিজের নাগরিকদের সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র৷ চিনের সামান্য সমালোচনা করলেও প্রশাসন ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করা হয়েছে সেখানে৷
  • সন্ত্রাসবাদী নেতা তথা ২৬/১১ কাণ্ডের মূল চক্রী হাফিজ সইদ ও তার অনুচরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান৷

 

 

জাতীয়

  • ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮৬৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৫৫১ জন প্রাণ হারিয়েছেন৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৯৫৫৩ এবং মোট প্রাণহানির সংখ্যা ২২৬৭১৷ বর্তমানে বিশ্বে প্রত্যহ করোনা সংক্রমণের ১২.৬ শতাংশই ভারতে৷ দেশে সুস্থতার হার ৬২.৯৩ শতাংশ৷ মৃত্যুর হার ২.৬৬ শতাংশ৷ ১১৯৪টি ল্যাবরেটরিতে ১.১৫ কোটির বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ প্রতি এক লক্ষ জনের মধ্যে ৮৩৮৬.৪ জনের কোভিড ১৯ পরীক্ষা হচ্ছে৷ এদিকে মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের মৃত্যুর সংখ্যা ১০ হাজার অতিক্রম করল (১০১১৬ জন)৷ সেখানে মোট আক্রান্ত ২৪৬৬০০ জন৷ তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, কর্নাটকে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৩৪২২৬, ১১০৯২১, ৪০৯৪১ ও ৩৬২১২৷ পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হয়েছেন ৩০০১৩ জন৷ করোনায় এবং কো-মর্বিডিটিতে মোট মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৯৩২ এবং ৭৫৩৷

 

 

বিবিধ

  • কঠোর প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করেছেন এমন ২৫ জন কিশোরীর জীবন নিয়ে একটি সঙ্কলন প্রকাশের সিদ্ধান্ত জানালেন মালালা ইউসুফজাই৷ এই প্রকাশের ব্যয়ভার বহন করবে মালালা ফান্ড৷ বইটি প্রকাশ করবে হারপারকলিন্স ইন্ডিয়া৷ প্রসঙ্গত, ১২ জুলাই মালালার জন্মদিন৷ এই দিনটিকে মালালা দিবস হিসাবে পালন করে রাষ্ট্রসঙ্ঘ৷ ২০১২ সালের ৯ নভেম্বর তালিবান জঙ্গিরা গুলি করেছিল মালালাকে৷ নোবেল শান্তি পুরস্কার আগেই পেয়েছিলেন তিনি৷ গত বছর পেয়েছেন রাষ্ট্রসঙ্ঘের ‘দ্য মোস্ট ফেমাস টিনেজার ইন দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি৷

 

 

খেলা

  • বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল ক্রিকেটও৷ ১১৭ দিন পর প্রথম টেস্ট ক্রিকেটের আসর বসল সাউদাম্পটনে৷ সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী হল ওয়েস্টইন্ডিজ৷ ২ ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন শ্যানন গ্যাব্রিয়েল৷ ১৫৪ বলে ৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে সাহায্য করলেন জারমেইন ব্ল্যাকউড৷
  • কেরিয়ারের ৮৫ তম জয় পেলেন লুইস হ্যামিলটন৷ স্টিরিয়ান গ্রাঁ প্রি—তে তিনি জয়ী হলেন৷

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল