কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুন ২০১৮

schedule
2018-06-14 | 09:03h
update
2018-06-14 | 09:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • পাটনার দানাপুরে লালুপ্রসাদ যাদবের পরিবারের নির্মীয়মাণ শপিং মলটি বন্ধ করে দিল ইডি। রেলের হোটেলের লিজ সংক্রান্ত দুর্নীতির তদন্তের সঙ্গে এই মলটি জড়িয়ে আছে। ১১৫ কাঠার ওপর মলটি তৈরি হচ্ছে।
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা।
  • আরএসএস-এর বিরুদ্ধে মামলা নিয়ে থানের একটি আদালত চার্জগঠন করল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে।

আন্তর্জাতিক

  • সিঙ্গাপুরের ক্যাপিলা হোটেলে ঐতিহাসিক বৈঠকে মিলিত হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় এই বৈঠক সফল হয়েছে বলে জানালেন দুই নেতাই। উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাঁটবে বলে এদিন জানাল। তবে তাদের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা এখনই উঠছে না বলে জানানো হল। সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ৮০ বছরের পুরোন একটি টেবিল ব্যবহৃত হল বৈঠকে। এই বৈঠককে স্বাগত জানাল আন্তর্জাতিক মহল।
  • মালয়েশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু করবে বলে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। ২০১৭ সালে কুয়ালালামপুরের বিমানবন্দরে নার্ভ এজেন্ট প্রয়োগে কিম জং উনের সৎভাই কিম জন নাম-এর হত্যাকাণ্ডের পর তারা পিয়ং ইয়ংয়ের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।
  • বাংলাদেশের রাঙামাটিতে পাহাড় ধসে মৃ্ত্যু হল ১০ জনের।
Advertisement

খেলা

  • নেদারল্যান্ডের লেইডেনে আয়োজিত গাইডেন স্পাইক মিটিংয়ে ১০ হাজার মিটারে সোনা জিতলেন ভারতের গাভিট মুরলী কুমার।
  • রিয়াল মাদ্রিদের কোচ নিযুক্ত হলেন জুলেন লোপোতেগুই। জিনেদিন জিদান পদত্যাগ করায় ওই পদটি শূন্য হয়েছিল। জুলেন স্পেনের জাতীয় দলের প্রাক্তন কোচ।
  • রাশিয়ার উমাখানভ মেমোরিয়াল প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতীয় বক্সার সাউয়িতি বুরা (৭৫ কেজি বিভাগ)।

বিবিধ

  • নির্মূল হয়ে যাওয়ার ৩ দশক পর পোলিও রোগ সংক্রমণের ঘটনা ঘটল ভেনেজুয়েলায়। সেখানকার আমাকুরোয় একটি শিশুর ওই রোগ ধরা পড়েছে বলে জানাল প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। ওই দেশে পোলিও টিকাকরণ আশানুরূপ নয় বলে তাদের দাবি। আক্রান্ত শিশুটিকেও আগে টিকা দেওয়া হয়নি।
  • মে মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৪.৮৭ শতাংশ। এটি গত ৪ মাসে সর্বোচ্চ। তথ্য কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের।
  • আত্মঘাতী হলেন ভা€ইয়ুজি মহারাজ। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ধর্মগুরু হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি। আসল নাম উদয় সিং দেশমুখ। প্রথম জীবনে মুম্বইয়ে মডেলিং করতেন তিনি। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের দেওয়া মন্ত্রিত্ব পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 04:13:32
Privacy-Data & cookie usage: