কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ডিসেম্বর, ২০১৮

955
0
Current Affairs 12 Dec 2018

 আন্তর্জাতিক

  • ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র ইস্তফা দাবি করলেন তাঁর দল কনজারভেটিভ পার্টিরই ৪৮ জন সাংসদ। তিনি ব্রেক্সিট-এর জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে খসড়া চুক্তি প্রকাশ করেছেন তা পছন্দ না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হল।
  • ১০২ বছর বয়সে অস্ট্রেলিয়ার বাসিন্দা আইরিন ওশিয়া ১৪ হাজার ফুট থেকে ঝাঁপ দিয়ে স্কাই ডাইভিংয়ে নতুন রেকর্ড গড়লেন। মোটর নিউরন রোগাক্রান্তদের জন্য অর্থ সংগ্রহে এই কাজ করলেন তিনি। এই রোগে তাঁর কন্যার মৃত্যু হয়েছিল। নিজের ১০০তম জন্মদিনেও স্কাই ডাইভ দিয়েছিলেন আইরিন।
  • শ্রীলঙ্কার সংসদে আস্থাভোটে জয়ী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা তাঁকে পদচ্যুত করেছিলেন।

জাতীয়

  • ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গনা ও মিজোরামের বিধানসভা নির্বাচনে প্রদত্ত নোটা ভোটের সংখ্যা যথাক্রমে ২৮২৭৪৪, ৫৪২২৯৫, ৪৬৭৭৮১, ২২৪৭০৯ ও ২৯১৭। শতাংশের হিসাবে তা যথাক্রমে ২, ১.৪, ১.৩ এবং ০.৫। নির্বাচন কমিশন এই তথ্য জানাল।
  • এম জে আকবর এবং তরুণ তেজপালকে সাসপেন্ড করল এডিটর্স গিল্ড। দুজনের বিরুদ্ধেই যৌন হেনস্থার মামলা চলছে।
  • দেশের ৭৫টি এ ওয়ান স্টেশনে ১০০ ফুট দীর্ঘ দণ্ডে জাতীয় পতাকা টাঙানো হবে বলে জানাল রেল বোর্ড।

বিবিধ

  • গত নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হল ২.৩৩ শতাংশ। এই হার গত ১৭ মাসে সর্বনিম্ন। অন্যদিকে গত অক্টোবর মাসে কলকারখানার উৎপাদন বৃদ্ধি ছিল ৮.১ শতাংশ। এদিন এই তথ্য জানা গেল।
  • ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন শক্তিকান্ত দাস। উর্জিত প্যাটেলের পদত্যাগের পর তিনি এই পদে বসলেন। এর পূর্বে তিনি ২০১৫ সাল থেকে ২০১৭ সালের মে পর্যন্ত আর্থিক বিষয়ক সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর আমলেই নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অর্থ কমিশনের সদস্যও।

খেলা

  • আন্তর্জাতিক টেবল টেনিস সংস্থার ‘ব্রেক থ্রু টেবল টেনিস স্টার’ পুরস্কার পেলেন মনিকা বাত্রা। প্রথম ভারতীয় হিসাবে তিনি এই পুরস্কার পেলেন।
  • চিনের গুয়াংমোতে বিশ্ব ট্যুর ফাইনালসের প্রথম ম্যাচে পিভি সিন্ধু হারালেন বিশ্বের দু নম্বর তথা গতবারের চ্যাম্পিয়ন জাপানের আকানে ইয়ামাশুচিকে। এর আগে পর-পর ৪ বার ইয়ামাশুচির কাছে পরাস্ত হয়েছিলেন তিনি।