কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ডিসেম্বর, ২০১৭

schedule
2017-12-13 | 11:54h
update
2017-12-16 | 06:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হলেন ৫ জন জওয়ান। গুরেজ সেক্টরে এই ঘটনা ঘটেছে।
  • অভিযুক্ত বিধায়ক-সাংসদদের বিচারের জন্য বিশেষ আদালত তৈরি করবে কেন্দ্র। এদিন সুপ্রিম কোর্টকে তারা এই তথ্য জানাল। প্রথম দফায় ১২টি বিশেষ আদালত গড়া হবে। প্রসঙ্গত, ২০১৪ সালে সাংসদ-বিধায়ক মিলে ১৫৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ১৩৫০০টি মামলা দায়ের হয়েছিল।
  • ৬০ বছর পূর্ণ করল ইএমইউ ট্রেন। ১৯৫৭ সালের ১২ ডিসেম্বর শেওড়াফুলি স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, রেলমন্ত্রী বাবু জগজীবন রাম ও পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়।

আন্তর্জাতিক

  • চাঁদে মানুষ পাঠানোর জন্য নাসার প্রধান রবার্ট এম লাইট ফুটকে নির্দেশ দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ১৯৭২ সালে চাঁদে মানুষ পাঠিয়েছিল মার্কিনিরা।
  • পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দারাক ‘ফেরার’ বলে ঘোষণা করল আদালত। পানামা পেপার কেলেঙ্কারিতে তিনি অভিযুক্ত। তিনি সমানেই আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন।
  • চিনা সুপারম্যান বলা হত ইউ ইয়ং নিং-কে। ২৬ বছরের ওই স্টান্টম্যান হুনান প্রদেশে ৬২ তলা বাড়ির ছাদ থেকে কসরৎ দেখাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে এদিন জানা গেল।
  • নিউইয়র্কে বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় ধৃত আকায়েদ উল্লাহ ২০১০ সালে এফ-৪৩ ভিসা নিয়ে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় বলে জানাল মার্কিন প্রশাসন। সে জঙ্গিভাবাপন্ন বলে জানাল হোয়াইট হাউস।
  • প্রাক্তন মার্কিন সেনা চার্লস রবার্ট জেনকিন্স ৭৭ বছর বয়সে জাপানে প্রয়াত হলেন। ১৯৬৫ সালে তিনি উত্তর কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সেখানেই তিনি দীর্ঘদিন থাকেন।
  • চিন-পাক আর্থিক করিডরের কাজ বন্ধ করে দিল পাকিস্তান। সেখানকার তিনটি রাস্তা ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।
Advertisement

খেলা

  • টি ২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ঢাকা ডিনামাইটসের বিরুদ্ধে রঙপুর রাইডার্সের হয়ে তিনি ৬৯ বলে ১৪৬ রান করলেন। সেই সঙ্গে তিনি ১১ হাজার রান করে ফেললেন টি ২০ ক্রিকেটে। এই নজির অন্য কারও নেই। টি ২০ ক্রিকেটে ৮১৯টি ওভার বাউন্ডারি মেরেও রেকর্ড করলেন। গেইল ২০টি শতরানও করেছেন যা একটি নজির। এদিন ইনিংসে ১৮টি ওভার বাউন্ডারি মেরেও নজির গড়লেন গেইল।
  • ২ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারাল নিউজিল্যান্ড।

বিবিধ

  • খবরে প্রকাশ, গত অক্টোবর মাসে দেশে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ২.২ শতাংশ। একবছর আগে এই সময়ে তা ছিল ৪.১৪ শতাংশ।
  • এম আর পি-র থেকে বেশি দামে পণ্য বিক্রয় অপরাধ। কিন্তু ছাপা দামের থেকে বেশি দামে জলের বোতল বিক্রি করলে রেস্তোরাঁ মালিকদের জেল হবে না বলে সুপ্রিম কোর্ট জানাল। রেঁস্তোরার ক্ষেত্রে এ আইন প্রযোজ্য নয়।
  • গত নভেম্বর মাসে দেশে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৮৮ শতাংশ যা গত ১৫ মাসের মধ্যে সবথেকে বেশি। অর্থাৎ প্রত্যাশামতো ৪ শতাংশে মুদ্রাস্ফীতি ধরে রাখা যায়নি ওই সময়ে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 09:06:26
Privacy-Data & cookie usage: