আন্তর্জাতিক
- ইতালিতে এক দিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হল ১৮৯ জনের। সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল ১০১৬। ইরানে মৃতের সংখ্যা ৪২৯। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চাইল ইরান সরকার। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ব্রিটেন বাদে ইউরোপের বাকি দেশগুলি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জাপানে অনুষ্ঠিতব্য অলিম্পিকও পিছিয়ে দেওয়ার দাবি জানালেন তিনি। তবে চিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ১১ জন। বিশ্বে এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬০০। অস্ট্রেলিয়ায় গিয়ে এই সংক্রমণে আক্রান্ত হলেন হলিউডের অভিনেতা দম্পতি টম হ্যাঙ্কস এবং রিটা উইলসন।
- ব্রিটেনে প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক।
জাতীয়
- করোনা ভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ভারতে। গত ১০ মার্চ কর্নাটকের কালবুর্গিতে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্র জানিয়েছে যে, মৃতের দেহে করোনা ভাইরাস থাকার প্রমাণ মিলেছে। দিল্লি ও হরিয়ানা সরকার করোনা ভাইরাস সংক্রমণকে মহামারী ঘোষণা করল।
- এক কোটির বেশি জনসংখ্যার শহরে মহিলাদের জন্য বিশেষ গোলাপি রঙের বাস চালুর প্রস্তাব দিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
বিবিধ
- বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নামল। নজিরবিহীন ধস নামল ভারতের শেয়ার বাজারেও। শেয়ার সূচক সেনসেক্স কমল ২৯১৯ অঙ্ক। একসময় ৩২০৪ অঙ্ক পতন হয়েছিল সেনসেক্সের যা নতুন একটি রেকর্ড। গত ৯ মার্চই ১৯৪১.৬৭ পয়েন্ট কমেছিল সেনসেক্স। এদিন তৈরি হল পতনের সর্বকালীন রেকর্ড। শেয়ার সূচক নিফটি-র এদিন পতন হয়েছে ৮৬৮ অঙ্ক। সেনসেক্স গত ৭ দিনে কমেছে ৫৩৬৫ পয়েন্ট। সেনসেক্স ৩২ হাজারের ঘরে ও নিফটি ৯ হাজারের ঘরে নেমে এসেছে। প্রায় আড়াই বছর আগের জায়গায় চলে এসেছে শেয়ার সূচকসূচি। এদিন কয়েক ঘণ্টায় ১১ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। ডলারের সাপেক্ষে টাকার দাম হল ৭৪.২৮ টাকা যা ১৭ মাসে সব থেকে খারাপ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে হল ৩৩ ডলার প্রতি ব্যারেল। করোনা ভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে আতঙ্ক ও বিশ্বস্বাস্থ্য সংস্থার (হু)-র ‘প্যান্ডেমিক’ বলে ঘোষণার জেরেই বাজারের এমন টালমাটাল অবস্থা বলে মত বিশেষজ্ঞদের।
খেলা
- রাজকোটে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে বাংলা ৬ উইকেট হারিয়ে তুলল ৩৫৪ রান। ৮১ রান করলেন বাংলার সুদীপ চট্টোপাধ্যায়।
- বিশ্ব গল্ফ-এর ‘হল অব ফেম’-এ স্থান পেলেন টাইগার উডস। ১৫টি মেজর জিতেছেন উডস। তিনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।
- ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল।