কারেন্ট অ্যাফেয়ার্স ১২ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-13 | 12:50h
update
2018-09-13 | 12:50h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • বিজয় মালিয়া লন্ডনে সাংবাদিকদের কাছে দাবি করলেন, দেশ ছাড়ার আগে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন এবং বকেয়া ঋণের বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন। কিন্তু জেটলি তাতে কর্ণপাত করেননি। কেন্দ্রীয় সরকার অবশ্য এই দাবিকে ‘সবৈব মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।
  • ভূ্মিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫।
  • কৃষকদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে নতুন এক প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নাম ‘প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান’ (পিএম-আশা)।

আন্তর্জাতিক

  • লন্ডনে নার্ভ এজেন্ট হামলায় অভিযুক্ত হিসাবে যে দুজন রুশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ প্রশাসন, তাঁরা কোনও অপরাধী নন, তাঁরা সাধারণ নাগরিক। এদিন এই দাবি করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ওই দুজন গত মার্চ মাসে প্রাক্তন রুশ চর সের্গেই স্ক্রিপালকে লন্ডনের স্যালিসবেরিতে হত্যার চেষ্টা করেছিলেন।
  • ইউরোপীয় ইউনিয়নে অনুমোদিত হল বিতর্কিত ‘ইউরোপীয় ইউনিয়ন কপিরাইট বিল’। এর ফলে ফেসবুক, ট্যুইটার প্রভৃতি সোশ্যাল মিডিয়ায় কোনো কপিরাইট সংরক্ষিত লেখা পোস্ট করলে তখনই তা ব্লক করতে হবে, অন্যথায় লিঙ্ক ট্যাক্স দিতে হবে।
  • চিনের হুনান প্রদেশে গাড়ি নিয়ে হামলায় মৃত্যু হল ৯ জনের।
Advertisement

খেলা

  • সাফ কাপের ফাইনালে উঠল ভারত। এদিন ঢাকায় সেমিফাইনালে তারা পাকিস্তানকে ৩-১ গোলে হারাল। জোড়া গোল করলেন মনবীর সিং। একটি গোল করলেন সুমিত পাসি। লালকার্ড দেখলেন পাকিস্তানের মহাসিন আলি ও ভারতের লালিয়ানজুলা চাংতি।
  • কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। এর আগে ২৯ বার লিগ জিতেছে মোহনবাগান। শেষবার ২০০৯ সালে তারা কলকাতা লিগ জিতেছিল
  • আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন সর্দার সিং। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। সবথেকে কম বয়সে জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে নজর কেড়েছিলেন সর্দার।

বিবিধ

  • গত জুলাই মাসে দেশে শিল্পবৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ। ২০১৭ সালের জুলাই মাসে তা ছিল ১ শতাংশ। তবে জুন ২০১৮-এ তা ৬.৮ শতাংশ ছিল। গত আগস্ট মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৩.৬৯ শতাংশ, যা গত ১০ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য প্রকাশ করল।
  • গত আগস্ট মাসে দেশে রপ্তানি ১৯.২১ শতাংশ বেড়ে হল ২৭৮৪ কোটি ডলার। আমদানি ২৫.৪১ শতাংশ বেড়ে হল ৪৫২৪ কোটি ডলার। বাণিজ্য ঘাটতি হল ১৭৪০ কোটি ডলার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.05.2024 - 14:52:37
Privacy-Data & cookie usage: