কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ আগস্ট ২০২০

schedule
2020-08-19 | 07:35h
update
2020-08-19 | 07:35h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তিবদ্ধ হল সংযুক্ত আরব আমির শাহি এবং ইজরায়েল। দুই দেশের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন যথাক্রমে আবুধাবির যুবরাজ মহম্মদ আল নহিয়ান ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
  • বেইরুটে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে শিলমোহর দিল লেবানন সরকার। বন্দরে বিস্ফোরণের জেরে কার্যত তছনছ হয়ে গেছে লেবাননের রাজধানী বন্দরশহর বেইরুট। জনতার বিক্ষোভে ইস্তফা দিয়েছে গোটা মন্ত্রিসভা।
  • বিশ্বে সাড়ে সাত লক্ষ (৭৫০৩১৫) জনের প্রাণহানি হয়েছে কোভিড সংক্রমণে। আক্রান্তের সংখ্যা ২০৯৬৭১৫২।
Advertisement

 

জাতীয়

  • আয়করের নতুন সংস্থার কর্মসূচী এবং ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন’ নামক নতুন প্রকল্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে ফেসলেস অ্যাসেসমেন্টের ওপর জোর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে ১৩০ কোটি নাগরিকের মধ্যে আয়কর দেন মাত্র ১.৪৬ কোটি নাগরিক।
  • পূর্ব লাদাখে চিনা সেনার আগ্রাসন নিয়ে চিনা কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন বেজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্র।
  • গত ২৪ ঘণ্টায় ৬৬৯৯৯ জন করোনায় আক্রান্ত হলেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩৯৬৬৩৭। মোট প্রাণহানির সংখ্যা ৪৭০৩৩।

 

বিবিধ

  • গত জুলাই মাসে দেশে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.৯৩ শতাংশ। ২০১৯ সালের জুলাই মাসে তা ৩.১৫ শতাংশ ছিল।
  • আত্মনির্ভর ভারত প্রকল্পে দেশের অর্ডন্যান্স কারখানাগুলিতে তৈরি ১৫ রকম অস্ত্র ও যন্ত্র প্রকাশ্যে আনল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। তার মধ্যে রয়েছে ইছাপুর অর্ডন্যান্স কারখানার ৮.৬×৭০ মিলিমিটার পাল্লার স্নাইফার রাইফেল, মেডক অর্ডন্যান্স কারখানার নাগ ক্ষেপনাস্ত্র বহনকারী যান।
  • তামিলনাড়ুর মাদুরাইয়ের পূর্ণ সুন্দরী (২৫) ইউপিএসসি পরীক্ষায় ২৮৬ তম স্থান পেলেন। তিনি দৃষ্টিহীন। ৩ বার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারের চেষ্টায় তিনি সফল হলেন।

 

 

খেলা

  • সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করল পাকিস্তান। ১১ বছর পর পাকিস্তানের টেস্ট দলে খেললেন অলরাউন্ডার ফওদ আলম। এদিন তাঁকে শূন্য রানে আউট করলেন ক্রিস ওকস।
  • চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্যারিস সাঁ জা-র জয়কে ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্যাবর্তনগুলির সঙ্গে তুলনা করা হচ্ছে। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল আটলান্টা। শেষ ১৪৬ সেকেন্ডে দুটি গোল শোধ করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল পিএসজি।

 

 

 

 

লাইভ টিভি দেখুনhttps://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 14:54:52
Privacy-Data & cookie usage: