কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুন ২০১৮

564
0
current-affairs-13062018-picture

জাতীয়

  • বাঁধ নিরাপত্তা বিল ২০১৮ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যাতে বাঁধের নিরাপত্তায় একরকম নীতি গ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • জম্মু ও কাশ্মীরের সাম্বায় সংঘর্ষ বিরতি ভেঙে পাক বাহিনীর ছোড়া মর্টারে বিএসএফ-এর একজন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট সহ ৪ জওয়ান শহিদ হলেন।
  • দিল্লির রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে তৃতীয় দিনে পড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের অবস্থান বিক্ষোভ।

আন্তর্জাতিক

  • ম্যাসিডোনিয়ার নাম বদলে হলে ‘রিপাবলিক অব নর্দার্ন ম্যাসিডেনিয়া’ বা ‘সেভর্না মাকেদোনিয়া’। তবে এটি গ্রিসের ঐতিহাসিক শহর ম্যাসিডোনিয়া নয়। যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ১৯৯১ সালে এই রাষ্ট্রটির জন্ম। এটি গ্রিসের প্রতিবেশী রাষ্ট্র। নাম বিভ্রান্তির আশঙ্কায় গ্রিস বরাবর তাদের নাম পরিবর্তনের জন্য চাপ দিয়ে এসেছে। তাদের আপত্তিতেই ইউরোপীয় ইউনিয়নের এতদিন ঠাঁই পায়নি এই রাষ্ট্র।
  • রাষ্ট্রসঙ্ঘের হুঁশিয়ারি উপেক্ষা করে হুথি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল ইয়েমেন। হোদেইদা শহরটি অধিকারে নিতে সৌদি আরবের সেনার সাহায্য ইয়েমেনের সেনা এই অভিযান শুরু করল।
  • মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মামুন আবদুল গায়ুমকে ১৯ মাস ৬ দিনের কারাদণ্ড দিল আদালত। বর্তমান রাষ্ট্রপতি ইয়ামিন আবদুল গায়ুমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।

খেলা

  • ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই প্রথম তিনটি দেশে একসঙ্গে বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া একসঙ্গে বিশ্বকাপ প্রতিযোগিতায় আয়োজন করেছিল। এদিন মস্কোয় ৬৮তম ফিফা কংগ্রেসে ১৩৪-৬৫ ভোটে ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল তিন দেশ। অন্য দাবিদার ছিল মরক্কো। নির্বাসিত করা হয়েছিল ঘানার প্রতিনিধিকে।
  • স্পেনের বিরুদ্ধে হকি সিরিজের প্রথম ম্যাচেই ০-৩ গোলে হারল ভারত।
  • বিশ্বকাপ শুরুর মাত্র ৪৮ ঘন্ট আগে স্পেন তাদের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জুলেন লোপেতেগুইকে সরিয়ে দিল। বিশ্বকাপের পর তিনি রিয়াল মাদ্রিদের কোচ হবেন বলে জানা গিয়েছিল। সে কথা প্রকাশ হতেই তাঁকে সরিয়ে ফার্নিন্দো ইয়েরোকে কোচ নিযুক্ত করল তারা। রাশিয়া থেকে স্পেনে ফেরত পাঠিয়ে দেওয়া হল লোপেতেগুইকে।

বিবিধ

  • এইচডিএফসি ব্যাঙ্ক-এর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৭২.৬২ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় মধ্যবিত্ত শ্রেণির ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ফ্ল্যাটের মাপ ১২০ থেকে বাড়িয়ে ১৬০ বর্গমিটার পর্যন্ত করা যাবে বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় আবাসন মন্ত্রক। যে গৃহঋণের সুদে কেন্দ্র ভর্তুকি দেয় তার ঊর্ধ্বসীমাও বাড়ানো হল।
  • বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সরাসরি চাকরি পেতে পিএইচডি বাধ্যতামূলক করা হচ্ছে ২০২১ সালের জুলাই মাস থেকে। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ €উন্নয়ন মন্ত্রক এই সিদ্ধান্ত জানাল। কলেজে পড়ানোর ক্ষেত্রে গবেষণা বা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার বাধ্যবাধকতাও থাকছে না, তবে পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি থাকা বাধ্যতামূলক।