কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ডিসেম্বর ২০১৭

571
0
current-affairs-13122017-picture

জাতীয়

  • কয়লা খনি বণ্টন দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোক বসু এবং কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব এইচ সি গুপ্তও সিবিআইয়ের বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হলেন।
  • তামিলনাড়ুর ধনুষ্কোটি থেকে পক প্রণালী ধরে শ্রীলঙ্কা পর্যন্ত ডুবে থাকা পাথরের সেতু প্রাকৃতিক বৈশিষ্ট্য নয়, তা মানুষের তৈরি বলে দাবি করল ডিসকভারি সায়েন্স চ্যালেন। নাসা-র তথ্য উদ্ধৃত করে এই দাবি করল তারা।
  • উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ভারতীয় বিজ্ঞানীরা দাবি করলেন, ব্রহ্মপুত্র নদীতে ২০০ মিটার চওড়া বাঁধ তৈরি করছে চিন। চিন সিয়াং নদীতে টানেল কেটে জল সংগ্রহ করছে বলে অভিযোগ।

আন্তর্জাতিক

  • পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের প্রাচীন কাটস রাজ মন্দির থেকে বিগ্রহ খোয়া যাওয়ায় পাক পাঞ্জাব প্রদেশ প্রসাশনকে কড়া ভাষায় ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট।
  • মহিলারা বাড়ির বাইরে কাজে যেতে পারবেন না এই ফতোয়া দিয়ে গ্রেপ্তার হলেন বাংলাদেশের কুমারখালির একটি মসজিদের ইমাম।
  • উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জঙ উনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন।
  • নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল মনোনীত হলেন গুরবীর সিং গ্রেওয়াল। এই প্রথম কোনো মার্কিন শিখ এই পদে মনোনয়ন পেলেন।

খেলা

  • মোহালির পিসিএ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ১৪১ রানে হারাল শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে ভারত ৪ উইকেটে ৩৯২ রান তুলেছিল। বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মা এদিন দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভের পাশাপাশি একগুচ্ছ নতুন রেকর্ড করলেন। এদিন রোহিত করলেন দ্বিশতরান (অপরাজিত ২০৮ রান ১৫৩ বলে)। প্রথমে ১১৫ বলে তিনি একদিনের ক্রিকেটে তাঁর ষোড়শ শতরান করেন। দ্বিতীয় শতরান আসে মাত্র ৩৬ বলে। এটি একদিনের ক্রিকেটে তাঁর তৃতীয় দ্বিশতরান যা বিশ্বে অন্য কোনো ক্রিকেটারের নেই। রোহিতের দুটি দ্বিশতরানই শ্রীলঙ্কার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি। এদিন তাঁর ইনিংসে ছিল ১২টি ওভারবাউন্ডারি এবং ১৩টি বাউন্ডারি। অধিনায়ক হিসাবে এটিই সর্বোচ্চ রানের নজির। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৭টি দ্বিশতরান হয়েছে যার ৫টিই ভারতীয়।
  • দুবাই সুপার সিরিজের প্রথম ম্যাচ হারলেন কিদাম্বি শ্রীকান্ত, জিতলেন পি ভি সিন্ধু।

বিবিধ

  • অমরনাথ যাত্রীরা অমরনাথ গুহায় চিৎকার করতে বা জয়ধ্বনি দিতে পারবেন না। অমরনাথ গুহাকে সাইলেন্স জোন ঘোষণা করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল।
  • ইউনিটেকের ৮ জন ডিরেক্টরকে জাতীয় কোম্পানি ল ট্রাইব্যুনাল যে বরখাস্তের নির্দেশ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের সময় সীমা বাড়িয়ে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত করল কেন্দ্র। নয়া অ্যাকাউন্ট খোলার ৬ মাস সময়ের মধ্যে ওই সংযোগ করতে হবে।