কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মে , ২০১৯

schedule
2019-05-15 | 05:44h
update
2019-05-15 | 05:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে সমগ্র শ্রীলঙ্কায় নৈশ কারফিউ বলবৎ করা হল। ২১ এপ্রিল ধারাবাহিক বিস্ফোরণের জেরে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল এই দ্বীপরাষ্ট্রে। এরপর ফেসবুকে ছড়ানো গুজব থেকে হিংসা শুরু হয় খ্রিস্টান অধ্যুষিত সিলবম শহরে। মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের বাড়িতে হামলা চালানো হয়। পরে দেশের অন্যত্রও হিংসা ছড়িয়ে পড়ে। ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জন্য আবদুল হামিদ হাসমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
  • উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে দুটি পুরনো মামলা নতুন করে শুরুর ইঙ্গিত দিল সুইডেনের বিচার বিভাগ। ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ায় মামলাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ব্রিটেন থেকে সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র— এই উভয় রাষ্ট্রে প্রত্যর্পণ নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।
  • প্রয়াত হলেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডরিস ডে (৯৭)। পাঁচ ও ছয়ের দশকে বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
Advertisement

জাতীয়

  • এবছর লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ছেন ৮০৪৯ জন। তাঁদের মধ্যে ৭৯২৮ জনের হলফনামা খতিয়ে দেখে অ্যাসোশিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানিয়েছে, প্রার্থীদের মধ্যে ২২৯৭ জন বা ২৯ শতাংশ কোটিপতি। ২০১৪ সালে এই হার ছিল ২৭ শতাংশ। এঁদের মধ্যে ১০৭০ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল সিমলার ঐতিহ্যশালী গ্র্যান্ড হোটেল।

বিবিধ

  • বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লুটিও) কাঠামো সংস্কার, ই-কমার্সের মতো নতুন ব্যবসা প্রচলন এবং ডব্লুটিও-র সালিশি কমিটিতে সদস্য নিয়োগ বিষয়ে ২২টি দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হল নয়া দিল্লিতে। দুদিনের বৈঠকে যোগ দিল ১৬টি উন্নয়নশীল এবং অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ৬টি দেশের প্রতিনিধিরা।
  • গত এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধির হার ২.৯২ শতাংশ ছিল যা শেষ ৬ মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।
  • পর-পর ৯ দিনে শেয়ার সূচক সেনসেক্স ১৯৪০.৭৩ পয়েন্ট এবং নিফটি ৫৯৯.৯৫ পয়েন্ট হ্রাস পেল।

খেলা

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার রবিন ফার্ন পার্সি।
  • থাইল্যান্ডে আইটিটিএ এশীয় হোপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতার মেয়ে সায়নী পান্ডা।
  • শতবর্ষ উদ্‌যাপনের কর্মসূচি পালন করার পরিকল্পনা জানাল ইস্টবেঙ্গল ক্লাব। ১৯২০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এই ক্লাব।
  • পারথে ভারতের হকি দল ড্র করল অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 09:35:46
Privacy-Data & cookie usage: