জাতীয়
- ১৯১১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় সাজা প্রাপ্ত ৭ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়ার যে সুপারিশ করেছে তামিলনাড়ু সরকার, তার বিরোধিতা করল ১৪টি পরিবার। বস্তুত, শ্রীপেরুমপুদুরের বিস্ফোরণে রাজীবের সঙ্গে মৃত্যু হয়েছিল আরও ১৪ জনের। তাঁদের পরিবার-পরিজন এই সুপারিশের বিরোধিতা করলেন।
- পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ছাত্রসংসদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন একজন ছাত্রী। নাম কানুপ্রিয়া।
- কাশ্মীরে সেনা-পুলিশের যৌথ অভিযানে জয়েশ ই মহম্মদ গোষ্ঠীর ৩ জঙ্গির মৃত্যু হল।
- ৩ অক্টোবর থেকে বিচারপতি রঞ্জন গগৈ দেশের প্রধান বিচারপতি হবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল রাষ্ট্রপতি ভবন থেকে।
আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাংশে ‘হ্যারিকেন ফ্লোরেন্স’ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করা হল। আবহবিদদের আশঙ্কা, ১০ লক্ষ কোটি গ্যালন বৃষ্টিপাত ঘটাবে এই ঝড়। অতলান্তিক মহাসাগরে ৯টি ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে বলে ধরা পড়ল জামাইকার আবহাওয়া দপ্তর প্রকাশিত উপগ্রহ প্রেরিত চিত্রে।
- মায়ানমারে রোহিঙ্গা সমস্যা অন্যভাবে মেটান যেত। হ্যানয়ে একটি সম্মেলনে এই মন্তব্য করলেন সরকারের পরামর্শদাতা আং সান সু কি। নোবেল শান্তি পুরস্কার জয়ী সু কি রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নিয়ে কোনো মন্তব্য এর আগে করেননি। এদিনও তিনি সরকারের ভূমিকাকে পূর্ণ সমর্থন করেছেন।
খেলা
- বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের উদয়বীর সিং। ১৬ বছরের জুনিয়র বিভাগে ২৫ মিটার পিস্তলে চ্যাম্পিয়ন হলেন ৫৮৭ পয়েন্ট পেয়ে। এদিন ছেলেদের টিম ইভেন্টেও সোনা জিতল ভারত।
- অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার মিচেল জনসন মোটর রেসিং-এ নামার সিদ্ধান্ত জানালেন।
- মেয়েদের ক্রিকেটে ভারত দ্বিতীয় ম্যাচেও হারাল শ্রীলঙ্কাকে।
- জাপান ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ভারতের পি ভি সিন্ধু।
বিবিধ
- ভারত-ভুটান সীমান্তে নতুন একটি বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন হল। অসমের দরঙামেলা শহরে ওই কেন্দ্রটির উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোমোয়াল।
- শরীর ও স্বাস্থ্যে কুপ্রভাব পড়ায় ৩২৮ রকম ওষুধ তৈরি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।