কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ এপ্রিল ২০২০

1087
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাসে ১,২৫,০৬৯ জন মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ১৯,৮১,৩১০ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেনে এই সংক্রমণে মৃতের সংখ্যা যথাক্রমে ২৩ হাজার, ২১ হাজার, ১৮ হাজার, ১৫ হাজার ও ১২ হাজার অতিক্রম করে গেল৷ ইউরোপে করোনা মোকাবিলায় বিস্ময়কর সাফল্য দেখাল জার্মানি৷ সেখানে ১ লক্ষ ৩২ হাজার জন আক্রান্ত, মৃত্যু হয়েছে ৩ হাজার জনের৷ আক্রান্তদের নিরিখে মৃত্যুর হার তারা ১.৬ শতাংশে বেঁধে রাখতে সক্ষম হয়েছে৷ ইরানে একমাস পর দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০-র নিচে নামল৷ পাকিস্তান ও নেপালে সংকক্রমণ বাড়তে থাকায় দুই দেশই লকডাউনের সময়সীমা বাড়াল৷
  • ইউক্রেনের চের্নোবিল অরণ্যের দাবানল নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাল ইউক্রেন৷ ১০ দিন আগে আগুন লেগেছিল ওই অরণ্যে৷

 

জাতীয়

  • কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউন পরিস্থিতি নিয়ে টেলিভিশনে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানালেন তিনি৷ তবে ২০ এপ্রিল থেকে করোনার প্রভাব কম রয়েছে এমন অঞ্চলে নিয়ম শিথিল করা হবে বলে তিনি জানিয়েছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৮১৫ জন৷ মৃত্যু হয়েছে ৩৫৩ জনের৷ এদিন ভাষণে জনতার উদ্দেশে ৭টি আবেদন জানান মোদী৷ মুম্বইয়ে আক্রান্তদের সংখ্যা ৪৫৫৷ মহারাষ্ট্রে ১,৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তারই মধ্যে বান্দ্রায় রেলস্টেশনে ভিড় করেন কয়েক হাজার শ্রমিক৷ ঘরেফেরার জন্য ট্রেন চালানোর দাবি জানালেন তাঁরা৷ সেই শ্রমিকদের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ৷
  • ভারতকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হরপুন ব্লক টু এবং লাইটওয়েট টর্পেডো মার্ক ৫৪ বিক্রির সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র৷ এজন্য ১,২০০ কোটি টাকার দ্বিপাক্ষিক চুক্তি হবে৷

 

 

বিবিধ

  • দেশে ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত রেলযাত্রার জন্য ৩৯ লক্ষ টিকিট কাটা হয়েছিল৷ তা বাতিল করলেন রেলকর্তৃপক্ষ৷ দেশে ৩ মে পর্যন্ত বন্ধ থাকছে যাত্রীবিমান চলাচলও৷ কেবল অন্তর্দেশীয় পণ্যবাহী বিমান চলছে৷
  • ৬ মাসের জন্য ২৫টি দেশের ঋণমকুব করল আইএমএফ৷

 

 

খেলা

  • করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি একসময় ছিলেন পরিচিত মুখ৷
  • লাহোরে তুষারপাত হলেও হতে পারে, কিন্তু ভারত-পাক টেস্টক্রিকেটের কোনো সম্ভাবনা নেই৷ প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজার সঙ্গে লাইভচ্যাটে এই মন্তব্য করলেন সুনীল গাভাসকর৷