কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুলাই ২০১৮

586
0

জাতীয়

  • রাজ্যসভার সদস্য পদে ৪ বিশিষ্ট জনকে বেছে নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁরা হলেন দলিতদের উন্নয়নে কাজ করা রাম শাকাল, মোতিলাল নেহরু কলেজের অধ্যাপক তথা ‘ইন্ডিয়ান পলিসি ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা রাকেশ সিনহা, স্থাপত্যবিদ রঘুনাথ মহাপাত্র এবং নৃত্যশিল্পী সোনাল মানসিং। ক্রিকেটার শচীন তেন্ডুলকর, অভিনেত্রী রেখা, ব্যবসায়ী অনু আগা এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে পরাসরণের মেয়াদ শেষে এঁরা রাজ্যসভায় মনোনীত সদস্য হবেন। যদিও এই মনোনয়নে প্রথম দুজনের রাজনৈতিক সংশ্রব নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
  • লাদাখে সাসের কাঙড়ি (৭৪১৬ মি) শৃঙ্গ অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৮ বার এভারেস্ট জয়ী দার্জিলিংয়ের পেম্বা শেরপা।

আন্তর্জাতিক

  • বেআইনিভাবে সরকারি অর্থ অপব্যায়ের অভিযোগ উঠল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফ-এর প্রধান ইমরান খানের বিরুদ্ধে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে তাঁর দলের ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে তিনি সরকারি হেলিকপ্টার ব্যবহার করেছেন, যার জ্বালানি বাবদই সরকারি কোষাগার থেকে ২.১০ কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) এবিষয়ে ইমরানকে নোটিস পাঠিয়েছে।
  • বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঢাকার যমুনা ফিউচার পার্কে বিশ্বের সবথেকে বড় ভারতীয় ভিসা কেন্দ্রের €উদ্বোধন করলেন তিনি।
  • লন্ডনে উইন্ডসর প্রাসাদ চত্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবোথের সঙ্গে গার্ড অব অনার গ্রহণ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি রাজকীয় প্রোটোকল ভঙ্গে অভিযুক্ত হলেন।
  • ব্রিটেনের রাজকুমার জর্জের ওপর হামলা চালানোর ষড়যন্ত্রের অপরাধে হুসেইন রশিদ নামে এক আই এস সমর্থককে ২৫ বছরের কারাদণ্ড দিল ব্রিটেনের একটি আদালত।

খেলা

  • রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল বেলজিয়াম। এদিন তারা ২-০ গোলে হারাল ইংল্যান্ডকে। টমাস মুনিয়ের এবং ইডেন হ্যাজার্ড গোল দুটি করেন।
  • গল টেস্টে ২৭৮ রানে জয়ী হল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৫৮ রানের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৭৩ রানে। এই টেস্টে ১০ উইকেট পেলেন শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা। সিরিজে ০-১ ফলে পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
  • চেক প্রজাতন্ত্রের প্লজেনে আয়োজিত যুব শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের সৌরভ চৌধুরী।
  • লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে হারিয়ে ৮৬ রানে জয়ী হল ইংল্যান্ড। শতরান (১১৩) করলেন ইংল্যান্ডের জো রুট।
  • উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন অ্যাঞ্জেলিক কের্বের। ফাইনালে তিনি ৬-৩, ৬-৩ সেটে হারলেন ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসকে। অ্যাঞ্জেলিকের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম এবং প্রথম উইম্বলডন। ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে সাড়ে ৫ ঘণ্টার লড়াইয়ে নোভাক জোকোভিচ হারালেন রাফায়েল নাদালকে। ৫ সেটের ম্যাচের প্রথম ৩টি সেট গতদিন এবং শেষ ২টি সেট এদিন খেলা হল।

বিবিধ

  • মহারাষ্ট্রের চলতি বছরের মার্চ মাস থেকে মে মাসের মধ্যে ৬৩৯ জন কৃষক দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন বলে এদিন বিধান পরিষদে জানালেন মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী চন্দ্রকান্ত প্যাটিল।