কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জানুয়ারী, ২০১৯

schedule
2019-01-17 | 05:33h
update
2019-01-17 | 05:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • নিউ ইয়র্কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন উশীর পণ্ডিত ড্যুরান্ট। সম্প্রতি তিনি গীতা ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন। তিনি কুইন্স কাউন্টির অপরাধমূলক মামলার বিচার করবেন। বছর সাতান্নর উশীর ভারতীয় বংশোদ্ভূত। তাঁর ছোটবেলা কেটেছে আমেদাবাদে।
  • ইরানের রাজধানী তেহেরানের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল একটি বিমান। মৃত্যু হল ১৫ জনের।
  • ১৪ ফেব্রুয়ারি দিনটি `ভগিনী দিবস’(সিস্টার ডে) হিসাবে পালন করার আহ্বান জানাল পাকিস্তানের ফয়সালাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়।
  • আরও একটি মহাকাশযান চাঁদে পাঠানো হবে বলে জানাল চিন। এর নাম `চ্যাং ই ৫’।

জাতীয়

Advertisement

  • শিক্ষার অধিকার আইন সংশোধনের পর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল চালুর বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। তবে পড়ুয়াকে ২ মাসের মধ্যে সংশোধনী পরীক্ষা নিয়ে পুনরায় উত্তীর্ণ করার সংস্থান রয়েছে এই আইনে।
  • নব্য স্নাতকরা প্রাথমিক বিদ্যালয়ে ও নব্য স্নাতকোত্তররা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলে ২ বছর ইনটার্ন হিসাবে শিক্ষকতা করতে পারবেন বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত প্রত্যন্ত অঞ্চলগুলিতে এই প্রকল্প চালু হবে। এ জন্য যথাক্রমে দুই ও আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। মেয়াদ শেষে শংসাপত্র দেওয়া হবে।
  • পশ্চিমবঙ্গে ৬.৯৭,৬০.৮৮৮ জন ভোটার রয়েছেন। এদিন এই তথ্য জানান নির্বাচন কমিশন।

বিবিধ

  • গত ডিসেম্বর মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ২.১৯ শতাংশ। গত ১৮ মাসের মধ্যে এই হার সর্বনিম্ন। এ তথ্য কেন্দ্রীয় পরিসংখ্যা মন্ত্রকের।
  • গত ডিসেম্বর মাসে চিনের রপ্তানি ২২,১২৫ কোটি ডলার হ্রাস পেয়েছে। এটি ২ বছরে সর্বনিম্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের উদ্বৃত্ত বাণিজ্যের পরিমাণ ৩২৩৬০ কোটি ডলার হয়েছে।

খেলা

  • লা লিগায় বার্সেলোনার হয়ে এইবার দলের বিরুদ্ধে গোল করে দলকে জেতালেন (৩-০) লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে লা লিগায় ৪০০টি গোল হল তাঁর।২০০৪-০৫ মরসুমে ৩৭ ম্যাচে ৫০টি গোল করেছিলেন মেসি।
  • আই লিগে চেন্নাই সিটি ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গলকে।
  • ৩ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা।
  • এএফসি এশিয়ান কাপে বাহরিনের কাছে ০-১ গোলে হেরে গেল ভারত। প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল ভারত।এর পরই ইস্তফা দিলেন ভারতের কোচ স্টিভন কনস্ট্যানটাইন। প্রসঙ্গত, ফিফা ক্যাম্পিংয়ে ভারত ও বাহরি্নের বিশ্ব ক্রম যথাক্রমে ৯৭ এবং ১১৩।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 05:56:19
Privacy-Data & cookie usage: