কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুন ২০২০

658
0

আন্তর্জাতিক

  • জর্জ ফ্লয়েডকে হত্যার রেশ এখনো মেলায়নি৷ তারমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় একজন নিরপরাধ কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করল পুলিশ৷ এদিন আটলান্টায় রেশার্ড ব্রুকস (২৭) নামে একজন কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করল দুই শ্বেতাঙ্গ পুলিশ৷ তাদের অবশ্য সাসপেন্ড করা হয়েছে৷ ইস্তফা দিয়েছেন আটলান্টার পুলিশপ্রধান এরিকা শিল্ডস৷
  • বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৯,৪৭,৫৭২৷ ৪,৩৪,০৮৬ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে মাইকেল ফ্লোর নামে একজন বৃদ্ধ ৬২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর করোনা যুদ্ধে জয়ী হলেন৷ তাঁর চিকিৎসার বিল হয়েছে ১১,২২,৫০১.০৪ মার্কিন ডলার যা মেডিকেয়ার প্রকল্পে মার্কিন সরকারই মেটাবে৷ এদিকে পাকিস্তানেও দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ৷ সেখানে করোনায় ২,৬৩২ জনের মৃত্যু হয়েছে৷

 

জাতীয়

  • দেশে ৩,২০,৯২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়েছেন ১,৬২,৩৭৮ জন৷ ৯,১৯৫ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ১১,০৮৭ জন৷ সক্রিয় রোগী ৫,৫৫২ জন৷ মোট ৪৭৫ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৩২৯ জনের৷ গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৯২৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে যথাক্রমে ৩,৮৩০, ১,৪৪৮ ও ১,২৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়৷
  • পড়শি শিশুদের খেলা ও চিৎকারে বিরক্ত হয়ে ২ জনকে ৫ তলার ওপর থেকে ছুড়ে ফেলে দিল একজন৷ তাতেইমৃত্যুহলদেড়বছরেরএকটিশিশুর৷ কলকাতার বড়বাজারে এই ঘটনায় গ্রেপ্তার করা হল শিবকুমার গুপ্তা নামে ওই অভিযুক্তকে৷

 

বিবিধ

  • মুম্বইয়ের বান্দ্রায় একটি বহুতল থেকে উদ্ধার করা হল হিন্দি চলচ্চিত্রের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (৩৪) মরদেহ৷ পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন৷ বিগত কয়েক মাস ধরে তিনি অবসাদে ভুগছিলেন৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র সুশান্ত ছাত্রজীবনে ফিজিক্সি অলিম্পিয়াডে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন৷ মহাকাশবিজ্ঞানে বিশেষ আগ্রহ ছিল তাঁর৷ নাসা থেকে একটি ওয়ার্কশপ করেও এসেছেন৷ অবসর সময়ে মহাকাশ নিরীক্ষণের জন্য মহার্ঘ টেলিস্কোপ বসিয়েছিলেন ফ্ল্যাটে৷ প্রথম অভিনয় ছোটপর্দার ধারাবাহিক ‘পবিত্ররিস্তা’-তে৷ চলচ্চিত্রে আত্মপ্রকাশ ২০১৩ সালে ‘কাইপোচে’ ছবিতে৷ এরপর ‘শুদ্ধদেশিরোমান্স’, ‘পিকে’, ‘কেদারনাথ’ প্রভৃতি বহু ছবিতে অভিনয় করেছেন তিনি৷ এম এস ধোনির বায়োপিকে তাঁর অভিনয় বহু মানুষের মন জয় করেছিল৷ বড় পর্দায় শেষ মুক্তি প্রাপ্তছবি ‘ছিছোরে’তে তাঁর একটি সংলাপ ছিল ‘সুইসাইড ইজ নট দ্য সলিউশন…’৷
  • আনলক-ওয়ান পর্বে দীর্ঘ আড়াই মাস পর ট্রাম চলাচল শুরু হল কলকাতায়৷

 

খেলা

  • লা লিগার ম্যাচে গোল করলেন লিওনেল মেসি৷ তাঁর দল বার্সেলোনা ৪-০ গোলে জয়ী হল মায়োরকার বিরুদ্ধে৷ এই নিয়ে পরপর ১২টি মরসুমে প্রতিবার ন্যূনতম ২০টি করে গোল করার নজির গড়লেন তিনি৷ লা লিগার অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে এইবারকে হারাল৷ রিয়াল দলের ম্যানেজার হিসাবে জিনেদিন জিদানের এটি ছিল ২০০তম ম্যাচ৷
  • আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছর পূর্ণ করলেন ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী৷