কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুলাই ২০২০

824
0
12th September Current Affairs

আন্তর্জাতিক

  • ‘দক্ষিণ চিন সাগরের বিস্তৃত অংশকে চিন তাদের সাম্রাজ্য বলে মনে করছে কিন্তু বাকি বিশ্ব তা মানে না৷ এটি বেআইনি৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সার্বভৌম অধিকার লড়াইয়ে তাদের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷’ এই মন্তব্য করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো৷ এক্ষেত্রে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি৷ অন্যদিকে মার্কিন অস্ত্র প্রস্ততুকারক সংস্থা ‘লকহিন মার্টিন’-এর বিরুদ্ধে চিনও আর্থিক নিষেধাজ্ঞা জারি করল৷ তাইওয়ানকে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির প্রতিবাদে তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছে বেজিং৷
  • বিশ্বে এক দিনে প্রায় সওয়া ২ লক্ষ মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হলেন৷ এর ৮০ শতাংশই ১০টি দেশের মানুষ৷ ৫০ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের নাগরিক৷ বিশ্বে মোট ১,৩৩,৬৪,০১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৫,৭৮,২৮৩ জনের৷

 

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ অতিক্রম করে গেল (৯,০৬,৭৫২ জন)৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ২৮৪৯৮ জন৷ এই নিয়ে পরপর ৫ দিন দেশে ২৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হলেন৷ দেশে ২৩,৭২৭ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷ সুস্থতার হার ৬৩.০২ শতাংশ৷ দেশে সংক্রমণ ধরা পড়ার পর সংক্রমিতের সংখ্যা ১ লক্ষে পৌঁছেছিল ১১০ দিনে৷ সেখানে পরের ৫৬ দিনে তা পৌঁছল ৯ লক্ষে৷ বিহারে সংক্রমণ বাড়তে থাকায় ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হল৷ এদিকে পাটনার এইমসে এদিন ১৮ জন স্বেচ্ছাসেবকের ওপর করোনার সম্ভাব্য প্রতিষেধক কো ভ্যাকসিন-এর হিউম্যান ট্রায়াল শুরু হল৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১,৩৯০ জন আক্রান্ত হয়েছেন৷ এপর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩২,৮৩৮ জন৷ তাঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ১১,৯২৭ জন৷

 

 

বিবিধ

  • গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি হয়েছে ৮৬,৪০০ কোটি ডলার যা সর্বকালীন রেকর্ড৷
  • ২০১৯ সালে বিশ্বে অনাহার-অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা প্রায় ৬৯ কোটি৷ বিশ্বের ৭৯০ কোটি জনসংখ্যার ৩০০ কোটি মানুষ উপযুক্ত পুষ্টিকর খাবার পাননি৷ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পাওয়া মানুষের হার যথাক্রমে ৮.৩, ১৯.১ এবং ৭.৪ শতাংশ৷ রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংগঠন, ‘হু’, ইউনিসেফ এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের যৌথ সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে৷

 

 

খেলা

  • দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবৈষম্য এখনও রয়ে গিয়েছে৷ দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলা প্রাক্তন ও বর্তমান মিলে খেলা ১০১ জন ক্রিকেটার একটি বিবৃতিতে এই অভিযোগ করলেন৷
  • ত্রিনিদাদ ও টোব্যাগোর ফুটবলার কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন৷

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল