কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-17 | 11:02h
update
2018-12-17 | 11:02h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • অবশেষে বব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিল কানাডা। খলিস্তানি আন্দোলনের প্রতি কানাডা সংবেদনশীল বলে এর আগে অভিযোগ উঠেছিল।

 

  • গর্ভপাত আইন পাশ হল আয়ারল্যান্ডে। গত মে মাসে এই বিষয়ে গণভোটে নেওয়া হয়েছিল ক্যাথলিক প্রধান দেশটিতে। সেখানে ৬৬.৪ শতাংশ ভোট পড়েছিল গর্ভপাত প্রচলনের পক্ষে। এতদিন আয়ারল্যান্ডে তা নিষিদ্ধ ছিল।
Advertisement

 

  • ইয়েমেনের সঙ্গে যুদ্ধে সউদি আরব নেতৃত্বাধীন বাহিনী থেকে মার্কিনিদের সরে আসার নির্দেশ দিল মার্কিন সেনেট।

 

জাতীয়

  • ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের থেকে কেন্দ্রীয় সরকারের রাফাল যুদ্ধবিমান কেনার পদ্ধতি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলে জানাল সুপ্রিম কোর্ট। রাফাল চুক্তি নিয়ে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ জেটলি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ।

 

  • কর্নাটকের চামারাজনগর জেলায় প্রসাদ খেয়ে মৃত্যু হল ১১ জনের।

 

  • গত ৪ বছরে ৮৪টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ২০১০ কোটি টাকা খরচ হয়েছে। এদিন এই তথ্য জানালেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং।

বিবিধ

  • গত নভেম্বর মাসে দেশে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি ছিল ৪.৬৪ শতাংশ। এই হার গত ৩ মাসে সর্বনিম্ন। তথ্য জানাল কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক।

 

  • গত নভেম্বর মাসে দেশে আমদানি বেড়ে হয়েছে ৪৩১৭ কোটি ডলার ও রপ্তানি বেড়ে হয়েছে ২৬৫০ কোটি ডলার। বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ১৬৬৭ কোটি ডলার।

খেলা

 

  • পারথ টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করল। এটি সিরিজের দ্বিতীয় টেস্ট।

 

  • ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের গ্রুপ লিগে পিভি সিন্ধু হারিয়ে দিলেন ঝ্যাঙ বেইওয়েনকে। পর পর ৩ ম্যাচ জিতে তিনি পোঁছলেন সেমিফাইনালে।

 

  • বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দেশের দুই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহাওয়াল ও পারুপল্লি কাশ্যপ।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 01:39:11
Privacy-Data & cookie usage: