কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-19 | 05:29h
update
2019-12-19 | 05:29h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়। তুর্কি অটোমানদের হাতে বিপুল সংখ্যক আর্মেনীয়র মৃত্যুর ঘটনাকে মার্কিন মন্ত্রণালয় গণহত্যা হিসাবে ঘোষণার প্রতিবাদে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে এই তলব। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই হত্যাযজ্ঞে ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল বলা হচ্ছে।
  • বাংলাদেশে সাড়ম্বরে স্মরণ করা হল ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। স্মরণীয়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনি ও তার দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।
  • সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের দু বছরের কারাদণ্ড দিল রাজধানী খার্তুমের আদালত। ৭৫ বছর বয়সী সাবেক স্বৈরশাসকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও গণহত্যার অভিযোগে আদালতে শুনানি চলছে। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘ ৩০ বছর সুদান শাসন করেন এই সেনা শাসক।
  • গুপ্তচরবৃত্তির দায়ে জার্মানিতে গ্রেপ্তার করা হল ভারতীয় দম্পতিকে। এই দুই ভারতীয় হলেন মনমোহন এস ও তাঁর স্ত্রী কানওয়াল জিতৎ।
  • নিজেকে নির্দোষ দাবি করে দুই ঘণ্টায় ১২৩ টুইট ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এর বিভাগীয় কমিটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাবে দুটি ধারায় সায় দিতেই মেজাজ হারান তিনি। তাঁর মতে ‘রাজনৈতিক প্রতিহিংসায় ডেমোক্র্যাটরা তাঁকে ইমপিচ করতে উঠে পডে লেগেছে।’
  • পাক অধিকৃত কাশ্মীরের নাম বদলে দিল প্রধানমন্ত্রী ইমরানের খানের প্রসাসন। নতুন নাম হল জম্মু ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস।
Advertisement

 

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার আটকের মেয়াদ আরও তিনমাস বাড়ানো হল। তিনি এখন নিজের বাড়িতেই আটক রয়েছেন। গণনিরাপত্তা আইনে এই প্রথম দেশের কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বয়স ৮২ বছর।
  • এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)–এর প্রতিবাদে অসম ও ত্রিপুরার আঁচ পশ্চিমবঙ্গেও। নানা জায়গায় রেল লাইন অবরোধ, স্টেশনে-স্টেশনে অগ্নিসংযোগ ইত্যাদি কারণে বহু জায়গার লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করেন রেলকর্তৃপক্ষ। প্রতিবাদমিছিল সহ বিক্ষোভে শামিল বিজেপিবিরোধী নানা সংখ্যালঘু সংগঠন ও সাধারণ মানুষ। আংশিক বন্ধ ইন্টারনেট পরি্ষেবা।
  • আর্থিক অনটনের কারণে মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন মা। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই দিল্লিতে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাঁর স্বামী।
  • উন্নাওয়ের স্মৃতি মুছতে না মুছতেই আবার ধর্ষণ করে পুডিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটল উন্নাওয়েরই প্রতিবেশী গ্রাম ফতেপুরে। জবানবন্দিতে কিশোরী বলেছেন, ‘আমি বাডিতে একা থাকাকালে আমাকে ধর্ষণ করা হয় এবং তারপর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়’।

 

বিবিধ

  • কুমেরুতে মাইক্রোপ্লাস্টিকের দূষণ কতটা প্রভাব ফেলছে তা নিয়ে গবেষণা করতে আন্টার্কটিকার পথে পাড়ি দিলেন কলকাতা বিশ্ববদ্যিালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক পুনর্বসু চোধুরি। ভারতীয় পৃথিবীবিজ্ঞান মন্ত্রকের প্রবীর ঘোষদস্তিদার তাঁর সঙ্গী হলেন।
  • ইউনেস্কোর সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেল থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যাসাজ। জাতি সংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থাটির সর্বশেষ তালিকায় উঠেছে ‘থাই ম্যাসাজের’ নাম।
  • নমামি গঙ্গে প্রকল্পের গতি খতিয়ে দেখে ফেরার পথে পা পিছলে পডে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বিতর্কিত নাগরিকত্ব বিলকে সমর্থন জানালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

 

খেলা

  • দিন রাতের গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার শাসন জারি থাকার মুখে।দিন রাতের টেস্টে এগিয়ে রইল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৬৬ রানে। মিচেল স্টার্ক ৫২ রানে ৫ উইকেট নেন। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে ধাক্কা দেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তিনি ৬৩ রানে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও রান পেলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। তিনি প্রথম ইনিংসে শতরানের হ্যাট্রিক করেছিলেন। এবারও অস্ট্রেলিয়ার ধস আটকান।এই মুহূর্তে নিউজিল্যান্ডের থেকে ৪১৭ রানে এগিয়ে। নিউজিল্যান্ড ব্যাট করতে বাকি।
  • ৩০ বছর পর ইংল্যান্ডের ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগোল লিভারপুল।ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ২-০ গোলে হারাল ওয়াট ফোর্ডকে।
  • ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আই লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল।এদিন ২-১ গোলে তারা হারাল ট্রাউ এফসিকে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 19:23:15
Privacy-Data & cookie usage: