কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-16 | 08:42h
update
2017-12-16 | 08:57h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • জৈশ হত্যা মামলায় অভিযুক্ত আমিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃতু্দণ্ড দিল কেরালায় এর্নাকুলামের আদালত। ২০১৬ সালের ১৬ এপ্রিল নৃশংসভাবে হ্ত্যা করা হয়েছিল দলিত ছাত্রী জৈশকে।
  • টোল প্লাজা দিয়ে সশস্ত্র বাহিনীর জওয়ানরা যাওয়ার সময় তাঁদের অভিবাদন করতে টোল প্লাজা কর্মীদের নির্দেশ দিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া। বিভিন্ন টোল প্লাজায় জওয়ানদের গাড়ির ফি মকুব নিয়ে কিছু কর্মীর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ ওঠায় এই নির্দেশ দিল তারা।
  • দীর্ঘ ৮ মাস অনুসন্ধানের পর উত্তর-পূর্ব ভারতে নিখোঁজ মার্কিন সেনার দেহাবশেষ ও ব্যবহৃত জিনিসপত্র খুঁজে পেল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সংস্থা ‘দ্য ডিফেন্স অ্যাকাউন্টিং এজেন্সি’। ১৯৪৪ সালের জানুয়ারি মাসে একটি মার্কিন জঙ্গি বিমান ভেঙে পড়েছিল উত্তর-পূর্ব ভারতে।

আন্তর্জাতিক

  • পূর্ব কঙ্গোর সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদন জানাল তানজানিয়া সরকার। গত সপ্তাহে তানজানিয়ার ১৫ জন শান্তিকর্মীতে হত্যা করা হয়েছিল পূর্ব কঙ্গোয়। তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিয়া এই দাবি জানালেন।
  • ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ নামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করল, মায়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের প্রথম মাসেই মৃত্যু হয়েছিল ৬,৭০০ জন রোহিঙ্গার।
  • রাশিয়ার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নিজের দল ইউনাইটেড রাশিয়ার পরিবর্তে নির্দল প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত জানালেন ভ্লাদিমির পুতিন।
  • সোমালিয়ায় পুলিশ অ্যাকাডেমিতে আত্মঘাতী হামলায় মৃত্যু হল ১৭ জন শিক্ষানবিশের। আল শাবাদ জঙ্গিগোষ্ঠী এই হামালার দায় স্বীকার করল।
Advertisement

খেলা

  • ডোপিংয়ের দায়ে অভিযুক্ত রুশ ক্রীড়াবিদদের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তবে অভিযুক্ত ক্রীড়াবিদদের স্বার্থ রক্ষায় আইনি সহযোগিতার আশ্বাসও একই সঙ্গে দিয়ে রাখলেন তিনি।
  • বিশ্ব ক্লাব কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের ক্লাব গ্রেমিও। সেমিফাইনালে আল জাজিরার বিরুদ্ধে গোল করে রিয়ালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব কাপে লিওনেল মেসির গোল সংখ্যা টপকে গেলেন।
  • দুবাই সুপার সিরিজ ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছোলেন পি ভি সিন্ধু।
  • পারথে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের ডেভিড মালাজ। এটি তাঁর প্রথম টেস্ট শতরান। ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান করল ইংল্যান্ড। এই টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনল ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’।

বিবিধ

  • মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে ২০১৭ সালের শ্রেষ্ঠ শব্দ নির্বাচিত হল ‘ফেমিনিজম’ বা নারীবাদ। এই শব্দটি নিয়ে গত একবছরে মানুষের অনুসন্ধান ৭০ শতাংশ বেড়েছে বলে জানাল তারা।
  • প্রয়াত হলেন মুম্বাইয়ের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক নীরজ ভোরা (৫৪)। খিলাড়ি ৪২০ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি।
  • খাদ্যে ভর্তুকির প্রস্তাব নিয়ে ঐকমত্য হল না। ফলে বুয়েনস আয়ারসে ডব্লুটিও-র বৈঠক ভেস্তে গেল।
  • রুপার্ট মার্ডকের টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি ফক্স সংস্থার সিনেমা ও বিনোদন ব্যবসা ৫,২৪০ কোটি ডলারে (প্রায় ৩,৪০,৬০০ কোটি টাকা) কিনে নিতে চুক্তি করল ওয়াল্ট ডিজনি।
  • নভেম্বর মাসে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি হল ৩.৯৩ শতাংশ। একবছর আগে ওই সময়ে তা ছিল ১.৮২ শতাংশ। এই হার গত ৮ মাসে সবথেকে বেশি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 14:10:10
Privacy-Data & cookie usage: