কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ নভেম্বর, ২০১৮

schedule
2018-11-16 | 08:16h
update
2018-11-16 | 08:16h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • অবশেষে সংসদের অধিবেশন বসল শ্রীলঙ্কায়। স্পিকার থারু জয়সূর্য এদিন ইউনাইটেড ন্যাশনাল পার্টির দাবি মেনে রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে সায় দেন। ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হল। রনিল বিক্রম সিংঘে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করলেন।
  • শান্তি ফিরল গাজায়। এদিন মিশরের মধ্যস্থতায় গাজার হামাস সহ সব পালেস্তিনি জঙ্গি গোষ্ঠী ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ-বিরতিতে সম্মত হল।
  • ‘পাকিস্তান নিজেদেরই চারটি প্রদেশ সামলাতে পারে না। তারা কাশ্মীর চায় না।’ এদিন এই মন্তব্য করলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। লন্ডনের এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন তিনি।
Advertisement

জাতীয়

  • শ্রীহরিকোটা থেকে ভারতের সব চেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি-মার্ক থ্রি কক্ষপথে সফলভাবে স্থাপন করল ৩৪২৩ কিলোগ্রাম ওজনের জি স্যাট কৃত্রিম উপগ্রহ ‘চোখ’কে। এই রকেটটিকে বাহুবলী নামে ডাকা হচ্ছে।
  • প্রাক্তন তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৯তম জন্মদিবস পালিত হল শ্রদ্ধার সঙ্গে। ভারতে এই দিনটি শিশুদিবস হিসাবে পালিত হয়।
  • সিঙ্গাপুরে পূর্ব এশিয়া সম্মেলনের অবসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেন্সের সঙ্গে।

বিবিধ

  • দেশজুড়ে বিক্ষোভ দেখালেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর কর্মীরা। বেসরকারি সংস্থাগুলি ৪ জি স্পেকট্রাম পেলেও বিএসএনএলকে তা দেয়নি কেন্দ্র। এর প্রতিবাদে ৩ ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হল।
  • অক্টোবর মাসে সার্বিক মূল্যবৃদ্ধি বেড়ে হল ৫.২৮ শতাংশ। যা গত ৪ মাসে সর্বোচ্চ। তবে খুচরো মূল্যবৃদ্ধি কমে হয়েছে ৩.৩১ শতাংশ যা গত এক বছরে সর্বনিম্ন। জ্বালানি তেলের দাম বাড়ার জন্য সার্বিক মূল্যবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হয়েছে বলা হয়েছে।
  • টাকার দাম প্রতি ডলারে ৩৬ পয়সা বেড়ে হল ৭২.৩১ টাকা প্রতি ডলার।

খেলা

  • কলকাতা সুপার দাবা প্রতিযোগিতার ব্লিৎস বিভাগে চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ। এই মুহূর্তে বিশ্বের ৩ নম্বর হিকারু নাকামুরা সহ বিশ্বের বেশ কয়েকজন নামী দাবাড়ু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বিশেষভাবে নজর কাড়লেন ১৩ বছরের বিস্ময় বালক প্রজ্ঞানন্দ রমেশবাবু।
  • রিয়াল মাদ্রিদে পূর্ণ সময়ের কোচ নিযুক্ত হলেন সান্তিয়াগো সোলারি।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 08:13:34
Privacy-Data & cookie usage: