কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ফেব্রুয়ারি ২০২০

schedule
2020-02-18 | 12:02h
update
2020-02-18 | 12:02h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • দুদিনের পাকিস্তান সফরে গেলেন তুরঙ্কের রাষ্ট্রপতি রিচেপ তাইপ এর্দোগান। পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন তিনি। তাঁর দাবি, দক্ষিণ-এশিয়ার সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাশ্মীর নিয়েও বিতর্কিত মন্তব্য করলেন এর্দোগান। অন্যদিকে হাফিজ সাঈদকে শাস্তি দেওয়ার ঘটনায় পাকিস্তান সরকারের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অনুমান করা হচ্ছে প্যারিসে ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-এর বৈঠকে ধূসর তালিকা থেকে পাকিস্তানকে বের করতে চিনের পর এই দুই দেশেরও সায় মিলবে।
  • করোনা ভাইরাস সংক্রমণে চিনে এখনও পর্যন্ত ১৫৩৭ জনের মৃত্যু হয়েছে। ৬ জন স্বাস্থ্যকর্মীও প্রাণ হারালেন এই সংক্রমণে। শুধু হুবেই প্রদেশে ৬৫ হাজার মানুষ সংক্রমণের কোপে পড়েছেন।
Advertisement

 

জাতীয়

  • বর্ষপূর্তি হল পুলোওয়ামা ঘটনার। ২০১৯ সালের এই দিনে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন সিআরপি এফ-এর ৪০ জন জওয়ান।
  • ১৭ মার্চের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ মিটিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। এর পরই এই বিষয়ে নিদের্শিকা জারি করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, টেলিকম সংস্থাগুলির কাছে কেন্দ্রে পাওনা ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা।

 

বিবিধ

  • উষ্ণতা বৃদ্ধির নয়া নজির তৈরি হল অ্যান্টার্কটিকায়। এদিন এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। ১৯৮২ সালের জানুয়ারি মাসে ১৯.৮ ডিগ্রির রেকর্ড ভেঙে দিল ২০২০ সালের ফেব্রুয়ারি। গত ৯ ফেব্রুয়ারি উষ্ণতা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।
  • জানুয়ারি মাসে ভারতের রপ্তানি ১.৬৬ শতাংশ কমল। এই নিয়ে টানা ৬ মাস কমল রপ্তানি। বাণিজ্য ঘাটত বেড়ে হল ১৫১৭ কোটি ডলার যা গত ৭ মাসে সর্বোচ্চ ।

 

খেলা

  • রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবকে সরাসরি ৪৮ রানে হারিয়ে দিল বাংলা। এর ফলে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হল বাংলার। দুই ইনিংসে ৭৩ এবং ৬৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন মনোজ তেওয়ারি। দুই ইনিংসে ১১ উইকেট নিলেন শাহবাজ আহমেদ। প্রসঙ্গত, বাংলা দলের কোচ অরুণ লাল এবং অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরন।
  • আই লিগে মোহনবাগান ৬-২ গোলে নেরোকা এফসিকে পরাস্ত করল। হ্যাটট্রিক করলেন ফ্রান গঞ্জালেস।
  • এশিয়ান টিম ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারত ৩-২ ব্যবধানে হারাল থাইল্যান্ডকে। প্রতিযোগিতার শেষ চারে উঠল ভারত।
  • পাকিস্তানের মাটিতে টি২০ সিরিজ খেলার কথা থাকলেও তা বাতিল করে দিল দক্ষিণ আফ্রিকা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2024 - 02:53:45
Privacy-Data & cookie usage: