কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মার্চ, ২০১৯

schedule
2019-03-16 | 11:25h
update
2019-03-16 | 11:25h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে চিন, ইরান, দক্ষিণ সুদান এবং নিকারাগুয়ার অবস্থা উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বার্ষিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। চিনে সংখ্যালঘু মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে তা ১৯৩০-এর পর দেখা যায়নি বলে মন্তব্য করা হয়েছে।
  • ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে টালমাটাল ব্রিটিশ রাজনীতি। এরমধ্যে ব্রেক্সিট নিয়ে ফের গণভোটের প্রস্তাব খারিজ হয়ে গেল পার্লামেন্টের ভোটাভুটিতে। পরিস্থিতি এমন যে প্রধানমন্ত্রী টেরেসা মে-র পক্ষে ভোট দিচ্ছেন না তাঁর দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন সাংসদই।
  • নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেল ১৬ বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। পরিবেশ বাঁচাতে সে সুইডিশ সংসদের বাইরে পোস্টার হাতে দাঁড়িয়েছিল। তার আন্দোলনকে বলা হচ্ছে ‘ফ্রাইডেস ফর ফিউচার’।
Advertisement

জাতীয়

  • মুম্বইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে মৃত্যু হল ৬ জনের। আজাদ ময়দান থানা থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশনের মধ্যে সংযোগকারী ওভারব্রিজটি ভেঙে পড়ে।
  • ভারতের বিদেশ সচিব বিজয় গোখলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা সচিব অ্যান্ড্রিয়া টমসনের সঙ্গে বৈঠক হল। বৈঠকে টমসন জানালেন ভারতে ছটি পরমাণু চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর তাঁর দেশ।

বিবিধ

  • যাত্রী নিরাপত্তার প্রশ্নে বিশ্বজুড়ে সমস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাল বোয়িং সংস্থা। এই মুহূর্তে ৩৭১টি ম্যাক্স বিমান চালু ছিল। ভারতে স্পাইস জেটের হাতে ছিল ১২টি ওই ধরনের বিমান।
  • আইডিবিআই ব্যাঙ্ককে বেসরকারি ব্যাঙ্কের গোত্রভুক্ত করা হয়েছে বলে জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত, আইডিবিআই–এর ৫১ শতাংশ অংশীদারি হাতে রয়েছে এলআইসির।
  • ফেব্রুয়ারি মাসে পাইকারি মূল্যসূচক বেড়ে হল ২.৯৩ শতাংশ।

খেলা

  • সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে চ্যাম্পিয়ন হল কর্নাটক। ফাইনালে তারা মহারাষ্ট্রকে ৮ উইকেটে হারাল।
  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল আয়াথস, বার্সেলোনা, জুভেন্তাস, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পোর্তো, টটেনহ্যাম, হটস্পার। এদিন বার্সেলোনা ৫-১ গোলে হারাল লিয়ঁকে। জোড়া গোল করলেন লিওনেল মেসি।
  • বাকু বিশ্বকাপের ফাইনালে উঠলেন দীপা কর্মকার। বাছাই পর্বে তৃতীয় স্থান পান তিনি।
  • আইপিএল-এ দলের পরামর্শদাতা নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 00:56:07
Privacy-Data & cookie usage: