কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মে , ২০১৯

1180
0
Current Affairs 14 May 2019

আন্তর্জাতিক

  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার(৭৩)মামলার শুনানির জন্য হাসপাতালের বাইরে দুটি অস্থায়ী আদালত গঠন করতে হল।দুটি দুর্নীতি মামলায় তাঁর ১০ বছর কারাদণ্ড হয়েছে।অসুস্থতার জন্য বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন।
  • মহাসাগরের সব থেকে গভীর বিন্দুতে নামার রেকর্ড গড়লেন মার্কিন অভিযাত্রী তথা মার্কিন নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক ভিক্টর ভেসকোভো। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের `প্যাসেঞ্জার্স ডিপ’ নামক স্থানে সাবমেরিনের সাহায্যে ১০,৯২৮ মিটার গভীরতায় পৌছলেন তিনি। সেখানে অদ্ভুত দর্শন প্রাণীর দেখা মিলেছে বল জানালেন ভেসকোভা। তবে তাঁকে সব থেকে বিস্মিত করেছে এই গভীরেও প্লাস্টিক বর্জ্যের উপস্থিতি।

জাতীয়

  • কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশেন (সিটিবিও) তে ভারতকে যোগ দেওয়ার আহ্বান জানালেন সংস্থার এগজিকিউটিভ সেক্রেটারি লসিনা জার্বো।পর্যবেক্ষক দেশ হিসাবে ভারত যুক্ত হলে ৮৯টি দেশের ৩২১টি মনিটরিং স্টেশন থেকে পাওয়া তথ্য ভারত কাজে লাগাতে পারবে।

বিবিধ

  • গত এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যবৃদ্ধি ছিল ৩.০৭ শতাংশ। গত মার্চ মাসে তা ছিল ৩.১৮ শতাংশ।
  • দেশের সপ্তম অর্থনৈতিক গণনার (ইকনমিক সেনসাস)কাজ শুরু হবে জুন মাসে। এই কথা জানাল কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক।

খেলা

  • ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক স্তরের মহিলা রেফারি হতে চলেছেন ভারতের জি সি লক্ষী (৫১)। এদিন তিনি আইসিসি-র প্যানেলে স্থান পেলেন। এতদিন ভারত ঘরোয়া ক্রিকেট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।
  • ডোপিংয়ের কারণে ২০০৮ সালের অলিম্পিক রোড রেসে চ্যাম্পিয়ন স্পেনের মানুয়েল সাঞ্চেসকে ২ বছরের জন্য নির্বাসিত করা হল।
  • পুরুষদের এ এফসি ফুটবল প্রথমবার কোনো মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করতে চলেছেন। তিনি হলেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।ইয়াঙ্গন ইউনাইটেড নাগা ওয়ার্ল্ড দলের ম্যাচে চতুর্থ রেফারি, দুই লাইন্সম্যান থাকবেন মহিলা।