কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-15 | 13:16h
update
2018-09-15 | 13:16h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • হেলিকপ্টার বহনকারী নজরদারি জাহাজ ‘বিজয়’-কে উপকূলরক্ষীবাহিনীর হাতে তুলে দেওয়া হল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজটি থাকবে পারাদীপ বন্দরে।
  • ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে (৭৬) ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে কেরল সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চরবৃত্তির অভিযোগে ও মালদ্বীপকে প্রযুক্তি বিক্রির অভিযোগে ১৯৯৪ সালে তাঁকে ও বিজ্ঞানী ডি শশিকুমারণকে গ্রেপ্তার করেছিল কেরল পুলিশ। তখন ৫০ দিন কারাবন্দি ছিলেন নারায়ণন। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ। সিবিআই তদন্ত করে বলেছিল, অভিযোগ ভিত্তিহীন।
  • হরিয়ানায় গণধর্ষণের শিকার হলেন হরিয়ানা সিবিএসই বোর্ডে প্রথম স্থান পাওয়া এক ছাত্রী। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তিনি। মহেন্দ্রগড়ে এই ঘটনা ঘটেছে।
Advertisement

আন্তর্জাতিক

  • শিশু রক্ষা আইনে এক ভারতীয় দম্পতিকে গ্রেপ্তার করল মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। পরে তাঁরা জামিন পেলেও তাঁদের শিশুসন্তান দুটি এখনও প্রশাসনের হেফাজতে রয়েছে। ফ্লোরিডা প্রবাসী ওই দম্পতি প্রকাশ সেত্তু-মালা পনিরসেলভম আদতে তামিলনাডুর বাসিন্দা। সন্তানদের দেখাশোনায় গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
  • সহকারী বিমানচালক ও এয়ার হোস্টেস পদে দেশের মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিল সৌদি আরব। মাস কয়েক আগে সৌদিতে গাড়ি চালানোর অধিকার পেয়েছেন মহিলারা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত বিমল প্যাটেল।

খেলা

  • ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে ভারত সার্বিয়ার বিরুদ্ধে প্রথম দিনে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ল। সিঙ্গলসে রামকুমার রামনাথন হারলেন লাজলো দিয়েরের কাছে। প্রজ্ঞান গুণেশ্বরণ হারলেন দুসান লাজোভিচের কাছে।
  • বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল জুনিয়র বিভাগে সোনা জিতলেন ভারতের বিজয়বীর সিধু। এই বিভাগের দলগত ইভেন্টেও সোনা জিতল ভারতের পুরুষ দল। প্রসঙ্গত, এদিনই ছিল এই চ্যাম্পিয়নশিপের শেষদিন। আইএসএসএফ বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারত এবার নিজেদের শ্রেষ্ঠ ফল করল। ১১টি সোনা, ৯টি রুপো ও ৭টি ব্রোঞ্জ সহ ২৭টি পদক জিতে তৃতীয় স্থান পেয়েছে ভারত। কোরিয়ার চ্যাংওনে প্রতিযোগিতার আসর বসেছিল।
  • সিডনিতে এয়ারবাস জিরো জি বিমানের মধ্যে শূ্ন্য অভিকর্ষে ১০০ মিটার দৌড়লেন উসেইন বোল্ট।

বিবিধ

  • গত আগস্ট মাসে পাইকারি মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৫৩ শতাংশ যা গত ৪ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য জানাল।
  • আগামী বছর বন্ধ করে দেওয়া হবে ‘বিটল’ গাড়ি তৈরি। এদিন একথা জানাল ফোক্সভাগেন। বিশ্বের প্রথম আম জনতার গাড়ি বলা হয় বিটলকে। গুবরে পোকার মতো দেখতে গাড়িটিকে বলা হত ‘ছোট হলেও সুন্দর’।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 20:20:25
Privacy-Data & cookie usage: