কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ অক্টোবর ২০১৯

494
0

আন্তর্জাতিক

  • ২০১৯ সালের বুকার পুরস্কার জিতলেন দুজন লেখিকা। দীর্ঘ ২৭ বছর পর দুজনকে একসঙ্গে এই পুরস্কার দেওয়া হল। তাঁরা হলেন কানাডার মার্গারিট অ্যাটউড এবং ব্রিটেনের বার্নাডিন এভারিস্টো। ৭৯ বছর বয়সী মার্গারিট হলেন বুকারজয়ী প্রবীণতম লেখিকা। তাঁর ‘টেস্টামেন্টস’ গ্রন্থের জন্য এল পুরস্কার। ২০০০ সালে ‘দ্য হ্যান্ডমেডস টেল’ গ্রন্থের জন্য তিনি প্রথমবার বুকার পেয়েছিলেন।এই নিয়ে চতুর্থ কোনো লেখক দ্বিতীয়বার বুকার পেলেন। অন্যদিকে ‘গার্ল, উওমেন, আদার’ গ্রন্থের জন্য বুকার পেলেন বার্নাডিন। প্রথম কৃষ্ণাঙ্গ লেখিকা তথা প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে এই পুরস্কার পেলেন তিনি।১৯৬৯ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার।
  • উত্তর-পূর্ব সিরিয়ার মানবিজ শহরের দখল নিল তুরস্কের সেনা। এই ঘটনায় ঘর ছাড়তে হয়েছে ২ লক্ষ ৭৫ হাজার মানুষকে। এই অভিযানের সপ্তম দিনে তুরস্কের বিরুদ্ধে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ঘূর্ণিঝড় হাগিবিস–এর কারণে জাপানে মৃতের সংখ্যা বেড়ে হল ৭২। নিখোঁজ ১৫ জন। বিদ্যুৎবিচ্ছিন্ন ২৪০০০ বাড়ি।

 

জাতীয়

  • ভারতীয় নদীর জল পাকিস্তানকে দেওয়া হবে না। এদিন হরিয়ানায় একটি সভায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ২০১৯ সালের বিশ্ব ক্ষুধাসূচকে ভারতের ক্রম আরও নেমে হল ১০২, মোট ১১৭টি দেশের মধ্যে। এই তালিকায় ভারতের পরে রয়েছে কেবল ১৫টি দেশ। এক্ষেত্রে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের স্থানও ভারতের আগে। ভারতের স্থান দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে নিম্নতম।

 

বিবিধ

  • চলতি অর্থবর্ষে ভারতে বৃদ্ধির হার ৬.১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিল আইএফএফ। প্রথমে তারা ৭.৩ শতাংশ বৃদ্ধির কথা বলেছিল। ২০২০ সাল ৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিল তারা।
  • গত সেপ্টেম্বর মাসে দেশে রপ্তানি ও আমদানি যথাক্রমে ৬.৫৭ এবং ১৩.৮৫ শতাংশ হ্রস পেয়েছে বলে এদিন জানাল কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক।

 

খেলা

  • অনূর্ধ্ব ২৫ বছর সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারত। ভুটানে প্রতিযোগিতার ফাইনালে এদিন ভারত টাইব্রেকারে ৫-৩ গোলে হারাল বাংলাদেশকে।
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-বাংলাদেশ ম্যাচ ড্র হল (১-১)। ভারতের হয়ে গোল করলেন ও ম্যান অব দ্য ম্যাচ হলেন আদিল খান।ধারাভাষ্যকার হিসাবে আদিল খানের সাক্ষাৎকার নিলেন তাঁর স্ত্রী খুরি ইরানি। প্রসঙ্গত, বিশ্ব ফুটবল স্থানাঙ্কে ভারত ৮৩ ধাপ এগিয়ে বাংলাদেশের থেকে।
  • ইউরোকাপের বাছাই পর্বে ইউক্রেন ২-১ গোলে হারাল পর্তুগালকে।পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এটি তাঁর ফুটবল জীবনের ৭০০তম গোল। দেশের হয়ে ৯৫তম।