কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ আগস্ট ২০১৯

995
0

আন্তর্জাতিক

  • অবশেষে ইরানের তেলবাহী জাহাজটিকে মুক্তি দিল জিব্রাল্টার প্রশাসন। গত মাসে স্পেন উপকূলের কাছে ব্রিটিশ উপনিবেশ জিব্রাল্টারের ইউরোপা পয়েন্টে তেলবাহী সুপার ট্যাঙ্কারটি আটক করা হয়েছিল। ই-ইউ-এর নিয়ম ভেঙে সেটি সিরিয়ায় ইরান থেকে তেল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। জাহাজের ভারতীয় ক্যাপ্টেন ও ২৪ জন কর্মীকেও মুক্তি দেওয়া হল।
  • ৭৪তম স্বাধীনতা দিবস পালন করল কোরিয়া। ১৯১০ থেকে জাপানের শাসনে থাকার পর ১৯৪৫ সালের ১৫ অগস্ট স্বাদীনতা অর্জন করেছিল কোরিয়া। ২০৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির শতবার্ষিকী তথা স্বাধীনতা লাভের শতবর্ষে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংযুক্তীকরণের প্রস্তাব দিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইন। ২০৩২ সালে সম্মিলিতভাবে অলিম্পিক আয়োজনেরও প্রস্তাব করলেন তিনি।

জাতীয়

  • দেশে ৭৩তম স্বাধীনতা দিবস পালিত হল উপযুক্ত মর্যাদায়। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন তিনি। দেশের প্রধান তিনটি বাহিনীর একজন প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস) নিয়োগ করা হবে। সরকারের সঙ্গে এতে তিন বাহিনীর সমন্বয় বাড়বে বলে তিনি মন্তব্য করলেন। এদিন শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের শেষ রাজ্যপাল হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করলেন সত্যপাল মালিক। আগামী ৩১ অক্টোবর থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু, কাশ্মীর ও লাদাখের শাসনভার থাকবে। লেফটেন্যান্ট গভর্নর পদাধিকারীর হাতে।
  • কাশ্মীরে ‘গ্রেটার কাশ্মীর’ পত্রিকার সাংবাদিক ইরফান মালিককে আটক করল পুলিশ। কেন তাঁকে আটক করা হয়েছে তা জানানো হয়নি।

 

বিবিধ

  • বিদ্যা সিন্‌হা প্রয়াত হলেন। হিন্দি চলচ্চিত্রের এই প্রাক্তন অভিনেত্রীর বয়স হয়েছিল ৭২ বছর। ‘জোশ’, ‘রাজাকাকা’, পতি ‘পত্নী আউর উও’, ` ছোটি সি বাত’, `রজনীগন্ধা’ ইত্যাদি ছাড়াও অনেক ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
  • সুবর্ণ জয়ন্তী পালন করল ইসরো। ১৯৬৯ সালের এই দিনে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল।
  • প্রায় ২০০০ বছরের পুরনো প্রত্নসামগ্রী লন্ডনে হাইকমিশনের হাতে তুলে দিল ব্রিটিশ প্রশাসন। অন্ধ্রপ্রদেশ থেকে চুরি গিয়েছিল ওই প্রত্নসামগ্রী যা পরে উদ্ধার করেন ব্রিটিশ গোয়েন্দারা।

 খেলা

  • ভি বি চন্দ্রশেখর (৫৭) প্রয়াত হলেন। তামিলনাড়ুর এই প্রাক্তন ক্রিকেটার জাতীয় দলের হয়েও খেলেছিলেন।
  • উয়েফা বর্ষসেরা ফুটবলার পুরস্কারের জন্য লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভ্যান ডিজ-এর নাম প্রাথমিক ভাবে বেছে নেওয়ার কথা জানাল উয়েফা।
  • অনূর্ধ্ব ১৯ পপুলার কাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা চ্যাম্পিয়ন হল। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা আয়োজন করেছিল এই প্রতিযোগিতার।
  • গল টেস্টে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস সমাপ্ত হল ২৪৯ রানে। জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ২২৭/৭।
  • সুপার কাপ চ্যাম্পিয়ন হল লিভারপুল। ইস্তানবুলে ফাইনালে তারা টাইব্রেকারে হারাল চেলসিকে।
  • ইতিহাস গড়ল ভারতের সাইক্লিং দল। ফ্রাঙ্ক ফু্র্টে আয়োজিত বিশ্ব জুনিয়ার ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে টিম স্প্রিন্ট বিভাগে সোনা জিতল তারা। দলে ছিলেন রঞ্জিত সিং। রোন্ডানো সিং, ইসাও অ্যালডেন।