কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ আগস্ট ২০১৮

schedule
2018-08-16 | 13:23h
update
2018-08-16 | 13:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দেশের ৭২তম স্বাধীনতা দিবস পালিত হল। লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশে দেশের নভশ্চর পাঠানো এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান শুরুর সিদ্ধান্ত জানালেন তিনি। ২০২২ সালের মধ্যে ভারত মহাকাশে নভশ্চর পাঠাবে বলে তিনি জানালেন। সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশন থেকে মহিলা প্রার্থীরাও স্থায়ী পদে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে তিনি জানালেন।
  • প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ীকে দিল্লির এইমসে ভর্তি করা হল। তাঁর শারীরিক অবস্থা গভীর সঙ্কটজনক বলে জানানো হল।
  • কেরালায় অবনতি হল বন্যা পরিস্থিতির। মৃতের সংখ্যা বেড়ে হল ৬৭।

আন্তর্জাতিক

Advertisement

  • জাতীয় শোক দিবস পালন করল বাংলাদেশ। ৪৩ বছর আগে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের বেশ কয়েকজনকে ঢাকায় তাঁর বাড়িতে হত্যা করেছিল পাক মদতপুষ্ট দুষ্কৃতীরা।
  • অস্ট্রেলিয়ার সেনেটে একজন সদস্য হিসাবে মনোনীত হলেন গ্রিন পার্টির সাংসদ মেহরিন ফারুকি। এই প্রথম অস্ট্রেলিয়ায় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মাহিলা সেনেট সদস্য হলেন। ফারুকি পাক বংশোদ্ভূত।
  • লন্ডনে ভারতীয় হাইকমিশনার ওয়াই কে সিনহার হাতে প্রায় নশো বছরের পুরনো একটি বুদ্ধমূর্তি তুলে দিল স্কটল্যান্ড ইয়ার্ড। ১৯৬১ সালে নালন্দার সংগ্রহশালা থেকে অন্য ১৪টি মূর্তির সঙ্গে এটি চুরি হয়েছিল।

খেলা

  • জাকার্তায় এশিয়ান গেমসের বাছাইপর্বে পুরুষদের হ্যান্ডবলে ভারত ডি তে বাহারিনের কাছে ২৫-৩২ পয়েন্টে হেরে গেল। চাইনিজ তাইপেইর কাছে ভারত আগের ম্যাচেই ১৮-২৮ পয়েন্টে হেরে গিয়েছিল। এদিকে উদ্বোধনের প্রাক্কালে এদিনই এশিয়ান গেমসের মশাল জাকার্তায় পৌঁছল।
  • কেরালার নিনা এনভি এশিয়ান গেমসে মহিলাদের লং জাম্পে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করলেন, ৬.৩৮ মিটার ঝাঁপ দিয়ে। যোগ্যতামান ছিল ৬.৩৪ মিটার।
  • প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত ওয়াড়েকর (৭৭)। দেশের হয়ে ৩৭টি টেস্টে একটি শতরান ও ১৪টি অর্ধশতরান সহ ২১১৩ রান করেছিলেন তিনি। ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে একটি অর্ধশতরান সহ তাঁর রান ছিল ৭৩। অধিনায়কও ছিলেন ১৯৭১ সালের ঐতিহাসিক ওয়েস্টইন্ডিজ ও ইংল্যান্ড সফরে। ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি।

বিবিধ

  • জুলাই মাসে দেশের বাণিজ্য ঘাটতি গত ৫ বছরে সবথেকে বেশি অঙ্কে পৌঁছল। গত জুলাই মাসে দেশের রপ্তানি ১৪.৩২ শতাংশ বেড়ে হয়েছে ৪৩৭৯ কোটি ডলার, বাণিজ্য ঘাটতি বেড়ে ১৮০২ কোটি ডলার।
  • চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) আইডিবিআই ব্যাঙ্কের ২৪০৯.৮৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 10:15:27
Privacy-Data & cookie usage: