কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ এপ্রিল, ২০১৯

schedule
2019-04-19 | 06:28h
update
2019-04-19 | 06:28h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গ করায় একগুচ্ছ নেতা-নেত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ও কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী ৪৮ ঘণ্টা কোনোরকম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বলে জানানো হল। সমাজবাদী পার্টির নেতা আজম খান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ক্ষেত্রে ওই শাস্তির মেয়াদ হল ৭২ ঘণ্টা।
  • রাফাল যুদ্ধ বিমান মামলায় সুপ্রিম কোর্ট যে কথা বলেনি (চৌকিদার চোর হ্যায়) তা আদালতের নামে কেন বলছেন, সে কথা জানতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির কৈফিয়ত তলব করলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
  • ঝাড়খণ্ডের গিরিডিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন মাওবাদীর মৃত্যু হল। প্রাণ হারালেন সিআরপিএফ-এর এক জওয়ানও।
  • দেশীয় প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার সাবসোনিক ক্রুজ ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল।
Advertisement

আন্তর্জাতিক

  • প্যারিসের বিখ্যাত নোৎর দাম গির্জায় আগুন লাগল। ৮৫০ বছরের পুরনো এই অপরূপ স্থাপত্যের গির্জার ধাতব মিনারটি অগ্নিকাণ্ডে ভেঙে পড়ল। প্রতি বছর এক কোটি ত্রিশ লক্ষ দর্শক সমাগম হয় গির্জাটি দেখতে।
  • রাজশাহি বিশ্ববিদ্যালয়ের মুক্তমনা অধ্যাপক এ কে শফিউল ইসলামকে হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিল বাংলাদেশের দ্রুত বিচার ট্রাইবুন্যাল।

বিবিধ

  • গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যবৃদ্ধির হার ৩.১৮ শতাংশ ছিল বলে জাজানো হল। এই হার গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে দেশ থেকে রপ্তানির অঙ্ক ছিল ৩৩১০২ কোটি ডলার যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। এই অর্থবর্ষে আমদানি ৮.৩৯ শতাংশ বেড়ে হল ৫০৭৪৪ কোটি ডলার। বাণিজ্য ঘাটতি ১৭৬৪২ কোটি ডলার। ২০১৭-১৮ অর্থবর্ষে তা ছিল ১৬২০০ কোটি ডলার। এদিন এই তথ্য প্রকাশিত হল।

খেলা

  • ভারতের হার্শিল দানি ডাচ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন। গত বছর তিনি ঘানা ইন্টারন্যাশনাল খেতাব জিতেছিলেন।
  • আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ১৫ সদস্যের দল ঘোষিত হল। দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা। উইকেট রক্ষক এম এস ধোনি। বাকি সদস্যগণ হলেন শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, কে এল রাহুল, কেদার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চহাল।
  • ঘোষিত হল অস্ট্রেলিয়ার দলও। অধিনায়কত্ব করবেন অ্যারন ফিঞ্চ। বল বিকৃতির কাণ্ডে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফিরলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2024 - 03:16:33
Privacy-Data & cookie usage: