আন্তর্জাতিক
- ব্রিটিশ পার্লান্টে ব্রেক্সিট ভোটে হেরে গেলেন সে দেশের প্রধানমন্ত্রী টেরেসা মে। সংসদে টানা ৫ দিন আলোচনার পর এই ভোটাভুটি হয়। গত ২০১৬ সালের ২৩ জুন ব্রিটেনে গণভোটে ব্রেক্সিটের পক্ষে ৫১.৯ শতাংশ মানুষ সায় দিয়েছিলেন। ইইউ-এর সঙ্গে চুক্তির খসড়া নিয়ে এই ভোটাভুটিতে টেরেসা পক্ষে পাননি দলের শতাধিক সাংসদকেও।
- চাঁদে তুলো বীজ অঙ্কুরিত হয়েছে। এই দাবি করলেন চিনের বিজ্ঞানীরা। চেং ই ৪ মহাকাশ যান চাঁদে যে সব বীজ রোপণ করেছিল তার মধ্যে তুলো বীজ অঙ্কুরিত হয়েছে বলে জানানো হল।
জাতীয়
- হিন্দি ভাষায় ওয়েবসাইট চালু করল রাষ্ট্রসঙ্ঘ। এই প্রথম কোনো এশীয় ভাষায় তারা সংবাদ সংক্রান্ত ওয়েবসাইট চালু করল। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘে ইংরেজি, ফরাসি, চিনা, আরবি, স্প্যানিশ ও রুশ—এই ছটি ভাষা স্বীকৃত।
- প্রয়াগরাজে এবার ৩২০০ হেক্টর এলাকা জুড়ে অর্ধকুম্ভ মেলায় অংশ নিলেন ১৭২টি দেশের প্রতিনিধিরা। মেলা সংগঠনে ৪২০০ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৭ সালে ইউনেস্কো তাদের মানবিকতার সাংস্কৃতিক ঐতিহ্যয় স্থান দিয়েছিল কুম্ভমেলাকে।
বিবিধ
- গত ডিসেম্বর মাসে দেশের রপ্তানি বেড়েছে ০.৩৪ শতাংশ। অন্যদিকে কমেছে আমদানি। ফলে ওই সময়ে বাণিজ্য ঘাটতি হল ১৩০৮ কোটি ডলার। এই ঘাটতি গত ১০ মাসে সর্বনিম্ন বলে জানানো হল।
- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কেন্দ্রীয় সরকারের অংশীদারি ধাপে-ধাপে কমিয়ে ৫২ শতাংশে নিয়ে আসা হবে বলে জানালেন কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিষয়ক সচিব রাজীব কুমার।
খেলা
- ভারতের নতুন গ্র্যান্ডমাস্টার হলেন ডি শুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭দিন বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার হলেন যে নজির ভারতের অন্য কোনো দাবাড়ুর নেই। মাত্র ১৭ দিনের জন্য বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়া হল না তাঁর।
- অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ৬ উইকেটে জয়ী হল। এদিন শতরান(১০৪) করলেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৩৯তম শতরান। অর্ধশতরান করে (৫৫) দলকে জেতাতে সাহায্য করলেন এমএস ধোনি। সিরিজ হল ১-১।
- ভারতের জাতীয় বক্সিং কোচ নিযুক্ত হলেন আলি কামার।
- এশিয়ান ট্র্যাক চ্যাম্পিয়নশিপে সাইক্লিংয়ে জোড়া রুপো জিতলেন ভারতের ত্রিয়াশা পাল।