কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর, ২০১৮

763
0
Current Affairs 24th October

আন্তর্জাতিক

  • অবশেষে পদত্যাগ করলেন মাহিন্দা রাজাপক্ষে। গত ২৬ অক্টোবর তাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন সে দেশের রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। কিন্তু সংসদে একাধিকবার চেষ্টা করেও আস্থা প্রমাণ করতে পারেননি রাজাপক্ষে।
  • ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কচ মরিসন। এর আগে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই এই স্বীকৃতি জানিয়েছিল।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার চালু করা স্বাস্থ্যবিমা ‘ওবামাকেয়ার’ অসাংবিধানিক বলে তা বাতিল করতে বলল মার্কিন আদালত।

 

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ৭ জন নিরীহ নাগরিকের। সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে ৩ জঙ্গি ও ১ জওয়ানের মৃত্যু হয়। এর পর স্থানীয় মানুষের প্রবল বিক্ষোভ ঠেকাতে জওয়ানেরা গুলি ছুড়তে বাধ্য হন বলে জানা গিয়েছে।
  • দেশদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রভৃতির দায়ে লস্কর-ই-তৈবার আত্মঘাতী বাহিনীর সদস্য শেখ নভমকে মৃত্যুদণ্ড দিল বনগাঁ মহকুমা আদালত। মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ, হায়দরাবাদ বিস্ফোরণ প্রভৃতি মামলাও চলছে তার বিরুদ্ধে।
  • বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হল ‘অতিথি’ (থাই ভাষায় দেওয়া নাম ‘পেতাই’-এর অর্থ)।

 

বিবিধ

  • ২০১৭-১৮ অর্থবর্ষে বিএসএনএল–এর লোকসান হয়েছে ৭৯৯২ কোটি টাকা। টেলিকম মন্ত্রী মনোজ সিনহা এই তথ্য জানালেন।
  • জনসন অ্যান্ড জনসন সংস্থার বেবি পাউডারে অ্যাসবেস্টস রয়েছে যা ক্যানসারের কারণ হতে পারে। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই দাবি জানাল রয়টার্স। সংস্থাটি অবশ্য এই দাবিকে অস্বীকার করেছে।

 

খেলা

  • পারথ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ৩২৬ রানে। জবাবে ভারত ৩ উইকেট হারিয়ে ১৭২ রান করল।
  • প্রথমবার হকি বিশ্বকাপের ফাইনালে উঠল বেলজিয়াম। সেমিফাইনালে তারা ৬-০ গোলে ইংল্যান্ডকে হারাল। অন্য সেমিফাইনালে গত দু বছরের বিশ্বকাপ হকি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারাল নেদারল্যান্ডস।