আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর সাথে ৩৪৬ কিমি সীমান্ত কংক্রিটের পাঁচিলে মুড়ে ফেলার জন্য ৫৭০ কোটি ডলার ব্যয় বরাদ্দ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে মতভেদের জেরে এই সিদ্ধান্ত বলে জানালেন তিনি। ডেমোক্র্যাট সাংসদরা ৮৮ কিমি সীমান্ত ধাতব পাতযুক্ত বেড়া বসানোর ১৪০ কোটি ডলার পর্যন্ত বরাদ্দ করতে সম্মত হয়েছিলেন।
- বাংলাদেশে প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক আল মাহমুদ (৮২)। তাঁর লেখা ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’ ‘সোনালি কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে ওঠে’ প্রভৃতি কাব্যগ্রন্থগুলি বিখ্যাত।
জাতীয়
- কাশ্মীরের পুলওয়ামায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান। সেখানে শ্রদ্ধা অর্পণ করলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও বাহিনীর প্রমুখ বিশিষ্টজন। এরপর বিভিন্ন রাজ্যে শহিদ জওয়ানদের বাড়িতে পাঠানো হবে বলে জাতীয় পতাকায় মোড়া হয়েছে দেহাবশেষ।
- নয়াদিল্লি-বারাণসী রেলপথে ‘বন্দেভারত’ এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সম্পূর্ণ বাতানুকূল ট্রেনটি। এই ট্রেনে ১৫ শতাংশ পর্যন্ত সময় বাঁচানো যাবে বলে দাবি করা হয়েছে।
বিবিধ
- গত জানুয়ারি মাসে দেশের রপ্তানি ৩.৭৩ শতাংশ বেড়ে ২৬৩৬ কোটি ডলার হয়েছে বলে জানানো হল। বাণিজ্য ঘাটতি ১৪৭৩ কেটি ডলার।
- গত ৭ দিনে শেয়ার সূচক সেনসেক্স পড়ল ১১৬৫ পয়েন্ট। জতীয় স্তরে ন্যূনতম দৈনিক মজুরি ৩৭৫ টাকা করার জন্য সুপারিশ করল এবিষয়ে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। দিল্লির ক্ষেত্রে দৈনিক ৪৪৭ টাকা, পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে ৩১২ টাকা মজুরির সুপারিশ করা হয়েছে।
খেলা
- ২০৩০ বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য যুগ্মভাবে দাবি জানাল আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং চিলি।
- ইরানি কাপের শতরানের হ্যাট্রিক করলেন হনুমা বিহারি। বিদর্ভের বিরুদ্ধে ভারতের হয়ে দুই ইনিংসে তিনি শতরান করেন (১১৪ এবং অপরাজিত ১৮০)। গত বছরও তিনি বিদর্ভের বিরুদ্ধে ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে শতরান (১৮৩) করেছিলেন। এই নজির হনুমা ছাড়া অন্য কোনো ক্রিকেটারের নেই।
- অনূর্ধ্ব ২৩ জাতীয় ওয়ান ডে ক্রিকেটে বাংলা ১৭৮ রানে হারাল ওড়িশাকে।