কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ সেপ্টেম্বর ২০১৮

686
0
Current Affair 15 September 2018

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে নিপাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন জঙ্গির মৃত্যু হল। তারা লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য।
  • নয়াদিল্লির পাহাড়গঞ্জে বাবাসাহেব আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে ‘স্বচ্ছতাই সেবা’ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • কলকাতা বিচারভবনে পকসো আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এর নাম দেওয়া হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি কোর্ট বা শিশুবান্ধব আদালত।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করলেন, তাঁর কাছে দেশ চালানোর টাকা নেই। পূর্বতন শাহিদ খকন আব্বাসি সরকার যেসব প্রকল্প নিয়েছিল তার মধ্যে অনেকগুলি আর্থিক দিক থেকে ক্ষতিকর ছিল বলে তিনি দাবি করেছেন।
  • উত্তর ফিলিপিন্সে টাইফুন মাংখুটের প্রভাবে ১২ জনের মৃত্যু হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় হারিকেন ‘ফ্লোরেন্স’-এর দাপটে মৃত্যু হল ৭ জনের।
  • গত ৩ মাস ধরে বেজিং থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছেন চিনের জনপ্রিয় অভিনেত্রী ফ্যান বিং বিং। কর ফাঁকি দেওয়ায় প্রশাসন তাঁকে গ্রেপ্তার করেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু সরকারি কোনো বিবৃতিই পাওয়া যায়নি।

খেলা

  • সাফ কাপে রানার্স হল ভারত। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই অনূর্ধ্ব ২৩ প্রতিযোগিতার ফাইনালে ভারত ১-২ গোলে পরাস্ত হল মালদ্বীপের কাছে। ভারতের হয়ে সুমিত পাসি গোলটি করলেন। ভারত ৭ বার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। মালদ্বীপ এই নিয়ে দ্বিতীয়বার এই ট্রফি জিতল।
  • দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারাল বাংলাদেশ। বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম শতরান (১৪৪) করলেন। হাতে চোট পাওয়ার পরও এক হাতে ব্যাট করে নজির গড়লেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
  • সাইলেশিয়ান ওপেন বক্সিং প্রতিযোগিতার ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জের পদক জিতলেন ভারতের সরিতা দেবী।
  • মেয়েদের ফুটবলে অনূর্ধ্ব ১৬ এএফসি কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ভারত ৬-১ গোলে হংকংকে হারাল।

বিবিধ

  • মন্দার এক দশক পেরিয়ে এল বিশ্ব অর্থনীতি। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর লে ম্যান ব্রাদার্স বন্ধের সিদ্ধান্ত জানা গিয়েছিল। তারপরই মন্দার কবলে পড়েছিল বিশ্ব অর্থনীতি।
  • বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লুটিও)-র নীতির সংস্কারের দাবি জানাল জি ২০ দেশগুলি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবি জানিয়েছিল।
  • পশ্চিমবঙ্গের সব মাল্টিপ্লেক্স-এ অন্তত ১টি স্ক্রিনে ও সমস্ত সিঙ্গল স্ক্রিন হলে প্রাইম টাইমে (বেলা ১২টা থেকে রাত ৯টার মধ্যে) বছরে ১২০টি বাংলা ছবির শো রাখতেই হবে বলে নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।