কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ সেপ্টেম্বর ২০১৯

schedule
2019-09-17 | 05:44h
update
2019-09-17 | 05:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে যুদ্ধে পরাস্ত হলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন তিনি।
  • সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারে হুথি জঙ্গিদের ড্রোন হামলার পিছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস মৌসভি ওই দাবি উড়িয়ে দিলেন। তিনি হুশিয়ারি দিয়ে বললেন, পূর্ণ যুদ্ধের জন্য ইরান তৈরি।
  • কাশ্মীরপ্রশ্নে ব্রিটেনের সাংসদ বব জ্যাকম্যানকেও পাশে পেল ভারত। রক্ষণশীল দলের এই সাংসদ এদিন লন্ডনে বলেন, পাক অধিকৃত কাশ্মীর থেকেও পাকিস্তানের সরে যাওয়া উচিত।
Advertisement

 জাতীয়

  • অন্ধ্রপ্রদেশে নৌকোডুবির ঘটনায় মৃত্যু হল ১২ জনের। দেবী পট্টনমের কাছে। গোদাবরী নদীতে এই দুর্ঘটনা ঘটেছে।
  • চলতি বছরে পাকিস্তান এখনও পর্যন্ত ২০৫০ বারেরও বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। তাদের এই বিনা প্ররোচনায় গুলিবিনিময়ে ২১ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এদিন ভারত এই অভিযোগ করল।
  • হরিয়ানায় এনআরসি নিবন্ধীকরণের সিদ্ধান্ত জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

বিবিধ

  • জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে যাঁদের, আগমী ১৬ অক্টোবর থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের সেইসব অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের প্রতি নগদ লেনদেনে ১০০ থেকে ১২৫ টাকা ফি দিতে হবে বলে ব্যাঙ্কসূত্রে জানানো হল।

খেলা

  • আইবিএসএফ বিশ্ববিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন ভারতের পঙ্কজ আডবাণী। এদিন মায়ানমারের মান্দালয়ে আয়োজিত ফাইনালে তিনি ৬-২ সেটে হারালেন গত বারের রানার্স থাই ও-কে। ৩৪ বছরের পঙ্কজ এই নিয়ে ২২ বার বিশ্ব খেতাব জিতলেন।
  • বৃষ্টির কারণ ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্যাচ পরিত্যক্ত হল।
  • ইতালিতে অনুষ্ঠিত সান মারিনো গ্রঁ প্রি চ্যাম্পিয়ন হলেন মার্ক মার্কোয়েজ। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন মার্কের এটি ৭৭তম গ্রঁ প্রি খেতাব।
  • ভিয়েতনাম ওপেন পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের সৌরভ ভার্মা। এদিন হোচিমিন সিটিতে চিনের সান ফেই জিয়ানকে হারিয়ে তিনি বি ডব্লুএফ ট্যুর সুপার ১০০ ব্যাডমিন্টনে ৭৫ হাজার ডলার মূল্যের পুরস্কার জিতে এলেন। এবছর এটি তাঁর তৃতীয় খেতাব।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 15:09:58
Privacy-Data & cookie usage: