কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ আগস্ট ২০২০

schedule
2020-08-19 | 13:48h
update
2020-08-19 | 13:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • নেপালের এক সাংবাদিকের রহস্যজনকভাবে মৃত্যু হল। দৈনিক কান্তিপুরের সিনিয়র সাংবাদিক তথা সহকারী সম্পাদক বলরাম বানিয়ার (৫০) মৃতদেহ উদ্ধার হল বাগমতী নদীর তীরে। তার আগে একদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। চিন সীমানা টপকে গোরখা জেলার রুই নামের আস্ত একটি গ্রাম কবজা করে নিয়েছে বলে প্রতিবেদন লিখেছিলেন তিনি। এই অভিযোগ এবং বানিয়ার মৃত্যু নিয়ে নিরুত্তাপ রয়েছে ওলি প্রশাসন। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের অভিযোগ, `চিনের কাছে মেরুদণ্ড জমা রেখেছে ওলি সরকার।’
  • ৭৪ বছরের ইতিহাস দেখিয়ে দেয় কীভাবে দেশের মানুষ লড়াই করেছেন।’ ঠিক এই ভাষাতেই ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন রাজনীতিক কমলা হ্যারিস। প্রসঙ্গত হ্যারিসের মাতামহ পিভি গোপালন ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি `নয়াদিল্লিকে তাদের সীমান্তে যে সব বিরুদ্ধ শক্তি ভয় দেখায় ক্ষমতায় গেলে আমরা তার বিরুদ্ধেও লড়াই করব।’
  • বিশ্বে ৭৭১৩৭৮ জনের প্রাণহানি হয়েছে করোনায়। মোট ২১৭৫৩৬৬০ জন সংক্রমিত হয়েছেন।
Advertisement

 

 

জাতীয়

  • লুও স্যাং নামে এক চিনা নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলেন ভারতীয় গোয়েন্দারা। মিজোরামের এক মহিলাকে বিয়ে করে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড ও জাল পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে ডেরা বেঁধেছিলেন। বহু তিব্বতি লামাকে তিনি উতকোচ দিতেন বলে অভিযোগ। দিল্লির মঞ্চু কা টিলায় অফিস খুলে বসেছিলেন তিনি।
  • দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২৫৮৯৬৮২। প্রাণহানি হয়েছে ৪৯৯৮০ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছন ৬৩৪৯০ জন। ফলে টান ১২ দিন বিশ্বে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটল ভারতে।

 

 

বিবিধ

  • হংকংয়ে শিক্ষার বর্তমান পরিবেশ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছিল কেমব্রিজের উলফসম কলজ। এর পরই ওই কলেজের সাম্মানিক ফেলোশিপ ফিরিয়ে দিলেন হংকংয়ের প্রশাসক ক্যারি ল্যাম।
  • বায়ুসেনার প্রাক্তন প্রধান বি এস ধনওয়ার জীবন নিয়ে একটি ছবি তৈরি করছেন কুশল শ্রীবাস্তব। ছবির নাম ` গোল্ডেন অ্যারোজ’।

 

খেলা

  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না। প্রথম ভাতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে শতরান তথা ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর। ২২৬টি একদিনের ম্যাচে ৫৬১৫ রান ও ১৯টি টেস্টে ৭৬৮ রান আছে তাঁর।
  • কোভিড আক্রান্ত হয়ে জীবনাবসান হল প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের (৭৩)। ১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাসকারের সঙ্গে ওপেনিং জুটিতে তাদের ২৭৩ রান আজও স্মরণীয়। ৪০ টেস্টে ২০৮১ রান আছে তাঁর। খেলেছেন ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১১৭১ রান করেছিলেন চেহৈান।
  • চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটা ফ্রান্সের ক্লাব লিও। তারা কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে হারাল পো গুয়ার্দিওলা প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার সিটিকে। এর আগে তারা হারিয়ে দিয়েছিল জুভেন্তাসকে।
  • ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৩৬ রান করল পাকিস্তান।

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 22:22:31
Privacy-Data & cookie usage: