কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুন ২০১৮

493
0

জাতীয়

  • ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে সাংবাদিক সমাজকর্মী গৌরী লঙ্কেশ হত্যার দায় পরশুরাম ওয়াঘমোর স্বীকার করেছে বলে দাবি করল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। চলতি সপ্তাহেই বিজয়পুরা থেকে গ্রেপ্তার হয় সে।
  • দিল্লির মুখ্যমন্ত্রীর ধরনা ষষ্ঠ দিনে পড়ল। লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের বাসভবনের ওয়েটিং রুমে অরবিন্দ কেজরিওয়াল সহ ৪ মন্ত্রী এই ধরনায় বসেছেন।
  • বঙ্গোপসাগরে ভাসমান জ্বলন্ত ‘এমভিএসএলএল কলকাতা’ জাহাজটির নোঙর ফেলতে সক্ষম হল ভারতীয় নৌসেনার কম্যান্ডো বাহিনী মার্কোস। দাহ্য রাসায়নিক ঠাসা ৪৬৪টি কন্টেনার রয়েছে জাহাজটিতে।

আন্তর্জাতিক

  • ইদের দিনে তালিবান জঙ্গিদেরই এক জমায়েতে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ২১ জনের। জখম হলেন ৪১ জন। হতাহতরা অধিকাংশই তালিবান। ঘোষিত যুদ্ধবিরতিতে আফগান সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিল তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের নানগার প্রদেশে এই ঘটনা ঘটেছে। এই হামলার দায়িত্ব কোনো জঙ্গি গোষ্ঠীই স্বীকার করেনি। তবে এই একটি ঘটনা বাদ দিলে আফগানিস্তানের সর্বত্রই তালিবান জঙ্গি ও আফগান সেনাদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল। এই পরিস্থিতিতে তালিবানদের সঙ্গে সংঘর্ষ বিরতি ৯ দিনের পরিবর্তে আরও দীর্ঘ হবে বলে ঘোষণা করলেন আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি।
  • ২৩ ফুট লম্বা একটি অজগর সাপের পেট থেকে উদ্ধার হল একজন মহিলার প্রায় অবিকৃত মৃতদেহ। ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের ঘটনা এটি।
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল স্কটল্যান্ডের ঐতিহ্যশালী শিল্পপ্রতিষ্ঠান গ্লাসগো স্কুল অব আর্ট।

খেলা

  • টেনিস বিশ্বর‍্যাঙ্কিংয়ে পুরুষদের সিঙ্গলসে পুনরায় শীর্ষস্থান ফিরে পেলেন রজার ফেডেরার। স্টুটগার্ট ওপেন প্রতিযোগিতার ফাইনালে উঠে পয়েন্টের বিচারে নিজের পুরনো স্থান ফিরে পেলেন তিনি।
  • ব্যাডমিন্টন ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন ভারতের অজয় জয়রাম।
  • ভারতের মহিলা হকি দল ৩-২ গোলে হারাল স্পেনকে। ৫ ম্যাচের সিরিজের ফল হল ১-১।
  • বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ২-১ গোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ডেনমার্ক ১-০ গোলে পেরুর বিরুদ্ধে, ক্রোয়েশিয়া ২-০ গোলে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়ী হল। আর্জেন্তিনা-আইসল্যান্ড ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। পেরুর ক্রিশ্চিয়ান কুয়েভাও পেনাল্টি মিস করলেন।

বিবিধ

  • প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী (৮৫)।
  • বাণিজ্য বিবাদে মুখ খুলল চিন। মার্কিন প্রশাসন চিনা পণ্যে আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তারা ৬৫০টিরও বেশি মার্কিন পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক লাগু করবে বলে জানাল। অন্যদিকে শুল্ক বসানোর সিদ্ধান্ত বদলানো হবে না বলে জানালো ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, চিনের সঙ্গে মার্কিনিদের বাণিজ্যে মার্কিনিদের বাণিজ্যঘাটতি ৩৭০০০ কোটি ডলার। বাণিজ্য সংঘাত নিয়ে চিনের সরকারি সংবাদপত্রে মন্তব্য করা হল ‘বুদ্ধিমানরা সেতু গড়ে, দেওয়াল তোলে বোকারা’।