কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই ২০১৮

schedule
2018-07-17 | 11:19h
update
2018-07-17 | 11:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন উত্তরপ্রদেশের কাশগঞ্জের সঞ্জয় যাদব। নিরাপত্তার জন্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ১৫০ জন পুলিশকর্মী। সঞ্জয় দলিত সম্প্রদায়ের। কোনো দলিতের বিয়েতে শোভাযাত্রা করা যাবে না বলে ফতোয়া দিয়েছিল উচ্চবর্ণের মানুষরা। প্রথা ভেঙে শোভাযাত্রা করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি।
  • মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি রাজনৈতিক সভায় দর্শকাসন ভেঙে আহত হলেন ৯০ জন।

আন্তর্জাতিক

  • দক্ষিণ ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমিরি পুতিন। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হল দুই রাষ্ট্রপ্রধানের। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিলেন দুই নেতাই। ট্রাম্প তাঁর ‘বিস্ট’ লিমুজিন ও পুটিন তাঁর ‘কোর্টেজ’ লিমুজিন চড়ে বৈঠক স্থলে উপস্থিত হলেন। বিদেশে এই প্রথম কোর্টেজ ব্যবহার করলেন পুতিন।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁর আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করতে এবং নিজের পৈতৃক গ্রাম ঘুরে দেখতে কেনিয়া পৌঁছলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। গত ৬ জুলাই ভারতীয় ছাত্র শরদ কোপ্পুকে গুলি করে হত্যায় অভিযুক্ত ছিল সে।
  • বাহারিন সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী খলিফা বিন সলমনের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। শিল্প, বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে কথা হল দুপক্ষে।
  • বাংলাদেশের কক্সবাজারে মাতামূহুরী নদীতে ডুবে মৃত্যু হল ৫ জন কিশোর ফুটবলারের।
Advertisement

খেলা

  • সার্বিয়ায় অনুষ্ঠিত যুব বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ১৩ জন ভারতীয় বক্সার।
  • শ্রীলঙ্কার ক্রিকেট দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল, কোচ চন্দিকা হাতুরাসিংঘে, ম্যানেজার আসানকা গুরুসিংঘেকে ৪টি একদিনের ম্যাচ ও ২টি টেস্টে নির্বাসিত করল আইসিসি। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের মর্মবিরোধী আচরণে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁরা।
  • দেশে ফিরে বিপুল সংবর্ধনা পেল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের ফুটবল দল। দলের কোচ সহ প্রতি সদস্যকে লিজিয়ঁ দ্যো’নর সম্মান জানানোর সিদ্ধান্ত জানাল ফ্রান্স সরকার।
  • ১২২তম আইএফএ শিল্ডের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব ১৯ দলের এই প্রতিযোগিতায় টিএফএ কে ৪-১ গোল হারাল তারা।
  • উইম্বলন্ডন চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরে এলেন নোভাক জোকোভিচ। রানার্স হয়ে র‍্যাঙ্কিংয়ে ১৫৩ ধাপ এগোলেন সেরেনা উইলিয়ামস।

বিবিধ

  • গত জুন মাসে দেশে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৭৭ শতাংশ যা গত ৪ বছরে সবথেকে বেশি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।
  • ২০১৮ সালে ভারতের আর্থিক বৃদ্ধি ৭.৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিল আইএমএফ।
  • দেশের বৃদ্ধির হার এগিয়ে নিয়ে যেতে মহিলাদের উদ্যোগকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তে। প্রসঙ্গত, বিশ্বে জিডিপিতে মহিলাদের অবদান ৪৪ শতাংশ। ভারতে তা ২২ শতাংশ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 09:24:23
Privacy-Data & cookie usage: