আন্তর্জাতিক
- ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা-কে ১৫ হাজার ডলার জরিমানা করল সেখানকার আদালত। প্রধানমন্ত্রীর বাসভবনে পেশাদার রাঁধুনি থাকলেও তিনি ক্রমাগত বাইরে থেকে খাবার এনে খেয়েছেন। এতে সরকারি অর্থ নয়ছয়ের মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
- ওমান উপসাগরে জ্বালানিবাহী জাহাজে টর্নেডো হামলার জন্য ইরানকে দায়ী করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের দিকে অভিযোগের আঙুল তু্লেছিল।
- এখনও শান্ত হল না হংকংয়ের পরিস্থিতি। প্রশাসনিক নেত্রী ক্যারি ন্যামের ইস্তফার দাবিতে আন্দোলন চলছে সেখানে। প্রসঙ্গত, দুষ্কৃতীদের চিনে প্রত্যর্পণের বিল অনেছিলেন ক্যারি, যা আসলে চিনের প্রভাব বিস্তারের চেষ্টা বলে আতঙ্কিত হয়ে উঠেছিলেন হংকংবাসীরা।
জাতীয়
- বিহারে ‘অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম’ (ওইএস)–এ আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮৫টি শিশুর। তীব্র অথবা খালি পেটে লিচু খাওয়ার ফলে এই রোগ হয়ে থাকতে পারে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। ২০১৪ সালেও এইএস রোগে বিহারে অনেক শিশুর মৃত্যু হয়েছিল। অন্যদিকে বিহারে তাপপ্রবাহের জেরে এ মরসুমে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হল।
- দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলা হতে পারে বল ভারতকে সতর্ক করল পাকিস্তান।
বিবিধ
- গত অর্থবর্ষে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১.২ এবং চিনে ৩১.৪ শতাংশ রপ্তানি বেড়েছে বলে জানাল রপ্তানিকারীদের সংগঠন ফিয়ো। চিন–মার্কিন শুল্ক যুদ্ধের ফলে ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
- মহাত্মা গান্ধীকে নিয়ে কমিকস লিখলেন দুই মার্কিন তরুণ অ্যান্টনিয়ো রোজো এবং জেসন মিচস্কি। বইটির নাম ‘গান্ধী: দ্য বিস্ট উইদিন’। তাঁকে অতিমানব হিসাবে দেখানো হয়েছে বইটিতে।
খেলা
- বিশ্বকাপ ক্রিকেটে ভারত হারাল পাকিস্তানকে। এই নিয়ে ভারত বিশ্বকাপে ৭ বার জয়ী হল পাকিস্তানের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ৩৩৬ রান করে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রান। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত ৮৯ রানে জয়ী হল। ১১৩ বলে ১৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে এটি তাঁর ২৪তম শতরান। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ভারতীয় ক্রিকেটারের এটিই সর্বোচ্চ ওভারবাউন্ডারি (৩৫৮) মারার রেকর্ড করলেন রোহিত। তিনি ভাঙলেন এম এস ধোনির (৩৫৫) রেকর্ড। বিরাট কোহলি এদিন করলেন ৬৫ বলে ৭৭ রান। একদিনর ক্রিকেটে দ্রুততম (২২২ ইনিংস) ১১ হাজার রান করলেন তিনি। বিরাট ভাঙলেন শচীন তেন্ডুলকরের ২৭৬ ইনিংসে ১১ হাজার রানের রেকর্ড।
- নরওয়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন, বিশ্বনাথন আনন্দ পেলেন সপ্তম স্থান।
- বিশ্ব তিরন্দাজি পুরুষদের রিজার্ভ ইভেন্টে রুপো জিতল ভারত। মহিলা দল কম্পাউন্ড দলগত বিভাগে রুপো পেল।
- এইআইএইচ সিরিজ ফাইনালসে ভারতীয় মহিলা দল পোল্যান্ডকে ৫-০ গোলে হারাল।