কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই, ২০১৯

schedule
2019-07-18 | 05:47h
update
2019-07-18 | 05:47h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পুনরায় যাবতীয় আন্তর্জাতিক উড়ানের জন্য নিজেদের আকাশসীমা উন্মুক্ত করে দিল পাকিস্তান।গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানা এবং ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বালাকোটে হানা দেওয়ার পরবর্তী কালে বিশ্বের সমস্ত দেশের জন্যই পাক আকাশ বন্ধ করে দেওয়া হয়েছিল। কেবল এয়ার ইন্ডিয়ারই এ জন্য অতিরিক্ত খরচ হয়েছে ৪৯১ কোটি টাকা।
  • প্রথা মেনে ঢাকাতেই সমাহিত করার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন সেনানায়ক মহম্মদ হুসেইন এরশাদকে। কিন্তু রংপুরের মানুষের দাবি ও আবেগকে মেনে নিয়ে সিদ্ধান্ত বদল হল। রংপুরেই পলিল্লনিবাসে সমাহিত করা হল তাঁকে।
Advertisement

জাতীয়

  • মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত্যু হল ৩১ জনের। অন্তত ৪০ জন এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে আশঙ্কা। দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকার চারতলা  বাড়িটি এদিন ভেঙে পড়ে । বাড়িটি একশো বছরের বেশি পুরনো।
  • অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কোডিড়টিকিতায় ৩ জনের গলাকাটা দেহ উদ্ধার হল। মৃতেরা বয়সে সত্তরোর্ধ। দুজন মহিলা। এটি নরবলির ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিবিধ

  • প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ)১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদের হার ৭.৯ শতাংশ করার কথা জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
  • গুজরাটে গত ২ বছরে ২২২টি সিংহের মৃত্যু হয়েছে বলে জানালেন ওই রাজ্যের বনমন্ত্রী গণপত বাসব।
  • সবুজ রক্ষা, পরিবেশ বান্ধব প্রভৃতি সূচকে আন্তর্জাতিক মানক সংস্থা আইএসও–এর স্বীকৃতি পেল দিঘা রেল স্টেশন।দক্ষিণ-পূর্ব রেলের ইকো-স্মার্ট প্রকল্পের অন্তর্ভুক্ত হল দিঘা।

খেলা

  • জার্মানির সুল-এ আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপে ছেলেদের ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতল ভারত। বিজয়বীর সিধু, রাজকানোয়ার সিং সিধু,আদর্শ সিং ছিলেন ওই দলে। বিজয়বীরের এই প্রতিযোগিতায় এটি তৃতীয় সোনা।
  •  আন্তর্মহাদেশীয় কাপ ফুটবলে ভারত –সিরিয়া ম্যাচ ড্র (১-১) হল। নরেন্দ্র গেহলট ভারতের হয়ে গোল করেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 20:57:42
Privacy-Data & cookie usage: